চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের মানববন্ধনে বক্তারা

ক্যাসিনো, সন্ত্রাস ও দুর্নীতি বিরোধী অভিযান চলমান রাখার আহ্বান

৯ অক্টোবর, ২০১৯ | ১:৪৪ পূর্বাহ্ণ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত অবৈধ ক্যাসিনো, মাদক, সন্ত্রাস ও দুর্নীতির বিরুদ্ধে চলমান অভিযানকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড চট্টগ্রাম মহানগর কমিটির নেতৃবৃন্দ। এ উপলক্ষে সম্প্রতি নগরীর জামালখানস্থ চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এক মানবববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়। সংগঠনের চট্টগ্রাম মহানগর কমিটির আহ্বায়ক মো. সাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মাহতাব উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি ওয়াসিকা আয়শা খান এম.পি, মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মুক্তিযোদ্ধা মোজাফফর আহমেদ, ডেপুটি কমান্ডার মো. শহীদুল হক চৌধুরী ছৈয়দ, সহকারী কমান্ডার সাধন চন্দ্র বিশ্বাস, উত্তর জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আবুল কাসেম চিশতী, দক্ষিণ জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মুক্তিযোদ্ধা চৌধুরী মাহবুবুর রহমান ও মুক্তিযোদ্ধা অমল মিত্র। সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো. মিজানুর রহমান সজীব ও মোহাম্মদ সাজ্জাদ হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা নওশাদ মাহমুদ রানা, দক্ষিণ জেলা মহিলা আ.লীগের সাধারণ সম্পাদক শামীমা হারুন লুবনা, দক্ষিণ জেলা আ.লীগের সদস্য মাহবুবুর রহমান শিবলী, মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক অধ্যাপক সায়রা বানু রুশ্মী, মুক্তিযোদ্ধা জাকির হোসেন, আবুল কালাম প্রমুখ।
সভায় বক্তারা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চলমান অভিযানকে বিতর্কিত করার জন্য কিছু দুর্নীতিবাজ ব্যক্তি মনগড়া সংবাদ মাধ্যম, ঘোলা পানিতে মাছ শিকারে লিপ্ত রয়েছে। এ ব্যাপারে প্রশাসনকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট