চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সেন্ট জেভিয়ার্স স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান

৯ অক্টোবর, ২০১৯ | ১:২১ পূর্বাহ্ণ

গত ৩ অক্টোবর পাহাড়তলীস্থ থানাধীন সেন্ট জেভিয়ার্স স্কুলে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর শাহেদা ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দেশকে ভালবাসতে হলে জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করতে হবে তবেই সোনার বাংলাদেশ গড়া যাবে। মননশীল সংস্কৃতির চর্চা সব সময় করতে হবে। বিশেষ অতিথি বলেন, নগরীর ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হিসেবে বিদ্যালয়টি সব সময় সুনাম কুড়িয়ে আসছে। সংস্কৃতি চর্চা করতে হলে প্রথমে দেশকে জানতে হবে। দেশকে জানা মানে বঙ্গঁবন্ধুকে জানা এবং তার আদর্শ মেনে চলা তবেই শিক্ষার্থীরা সংস্কৃতিবান হিসেবে পরিচয় দিতে পারবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সিস্টার মেরী তপতী এস এম আর এ। সভাপতিত্ব করেন আধুনিক সেন্ট জেভিয়ার্স স্কুলের রূপকার রেভা: ফাদার পঙ্কজ পেরেরা। উদ্বোধনী নৃত্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর গান, আবৃত্তি, নাটক এবং অভিনয়ে মুখরিত হয়ে উঠে পুরো ক্যাম্পাস। প্রায় তিন হাজার দর্শকের উপস্থিতিতে প্রাণবন্ত এই অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র সহ শিক্ষক শিউলী সরকার এবং সহ শিক্ষক অজিত আচার্য্য।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট