চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বাকশিস চট্টগ্রাম জেলার শিক্ষক দিবসের সভা

৯ অক্টোবর, ২০১৯ | ১:১৩ পূর্বাহ্ণ

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) চট্টগ্রাম জেলা শাখা বিভিন্ন কর্মসূচির মাধ্যমে গত ৫ অক্টোবর দিবসটি পালন করেছে। দিবসের সূচনালগ্নে শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ শিক্ষক এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি পুষ্পস্তবক প্রদানের মাধ্যমে শ্রদ্ধা জানায়। এসময় বাকশিস কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরী ১৯৬৬ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কোর উদ্যোগে অনুষ্ঠিত আন্তঃসরকার সম্মেলনে গৃহীত শিক্ষকদের অধিকার, মর্যাদা ও করণীয় বিষয়ে ১৪৫টি সুপারিশমালা তুলে ধরে বক্তব্য রাখতে গিয়ে তিনি সুপারিশগুলো বাংলাদেশে পূর্ণ বাস্তবায়নের দাবি জানান। বিকেলে এনায়েতবাজার মহিলা কলেজ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় শিক্ষাব্যবস্থা জাতীয়করণের উপর গুরুত্ব দিয়ে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন। বিশ্ব শিক্ষক দিবসে এবারের মুল প্রতিপাদ্য হলো। তরুণ শিক্ষকরা: শিক্ষকতা পেশার ভবিষ্যৎ। বাকশিস জেলা শাখার সভাপতি অধ্যক্ষ দবির উদ্দিন খানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক আবু তাহের চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফাউজুল কবির, সাবেক সহ-সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক কাজী সামশুর রহমান, বাশিস (ফেডারেশন) সম্পাদক আবদুল মান্নান, কক্সবাজার জেলার সভাপতি অধ্যক্ষ আ.ক.ম গিয়াস উদ্দিন, অধ্যক্ষ সমীর কান্তি দাশ, অধ্যাপক আবু জাফর সিদ্দিকী, অধ্যাপক শিব প্রসাদ, অধ্যক্ষ আবু মোহাম্মদ, আবু তৈয়ব, আবদুল মালেক, জামাল উদ্দিন, আবুল মনসুর, অধ্যাপক ইউনুছ মিয়া, কমরুদ্দিন আহমদ, উপাধ্যক্ষ সৈয়দ উদ্দিন আহমদ, অধ্যাপক মো. আলমগীর প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট