চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কামরাবাদ যুব সংঘের অনুষ্ঠানে আবদুচ ছালাম

মাদকের মরণ নেশা থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে

৯ অক্টোবর, ২০১৯ | ১:০৬ পূর্বাহ্ণ

পাঁচলাইশ কামরাবাদ যুব সংঘের আয়োজনে মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, ইভটিজিং ও সমাজিক অবক্ষয় প্রতিরোধে সমাজ সচেতনতামূলক মতবিনিময় সভা গতকাল যুব সংঘ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মাদক যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে। মাদকের এ মরণ নেশা থেকে যুব সমাজ রক্ষা করতে পুলিশ প্রশাসনের পাশাপাশি কমিউনিটি পুলিশিং এর সদস্য, এলাকার গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, জনপ্রতিনিধিসহ সমাজের সর্বস্তরের জনগণের এগিয়ে আসতে হবে। যারা মাদক সেবন ও মাদক বিক্রি করে তাদের চিহ্নিত করে আইনের হাতে সোপর্দ করতে হবে। কোন অবস্থাতেই মাদক ব্যবসায়ীদের ছাড় দেওয়া হবে না। মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, ইভটিজিং ও বাল্য বিবাহ প্রতিরোধে জনতা ও পুলিশ এক হয়ে কাজ করতে হবে। পুলিশিং কমিটির বায়েজিদ বোস্তামী থানা শাখার সভাপতি মুহাম্মদ ফেরদৌসের সভাপতিত্বে কামরাবাদ যুব সংঘের সভাপতি আনিসুর রহমান মুন্নার পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মঞ্জুর আলম চৌধুরী, এস. এম আবুল কাশেম, আবদুল কাদের সর্দার, মুহাম্মদ কফিল উদ্দিন, ইলিয়াছ খান মিলন, রনি দিদারী, আরিফুল ইসলাম, আমিনুল করিম, সাদেক বাচ্চু, মো. মহসিন, মুন্না, মামুন, জাবেদ, তন্ময়, মোজাম্মেল হকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট