চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

লামা-মানিকছড়িতে জন্ম নিবন্ধন দিবস পালিত

লামা

৯ অক্টোবর, ২০১৯ | ১২:৫৪ পূর্বাহ্ণ

‘জন্ম সনদ শিশুর অধিকার, বাস্তবায়নের দায়িত্ব সবার’ এ সেøাগানকে প্রতিপাদ্য করে বান্দরবানের লামা উপজেলায় জাতীয় জন্ম নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ অক্টোবর সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে নির্বাহী অফিসার নূর-এ-জান্নাত রুমির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, চেয়ারম্যান মোস্তফা জামাল। উপজেলা চেয়ারম্যানের একান্ত সহকারী কামরুল হাসান পলাশের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ইশরাত সিদ্দিকা, ভাইস চেয়ারম্যান মো. জাহেদ উদ্দিন, থানার ভারপ্রাপ্ত (তদন্ত) কর্মকর্তা মো. আমিনুল ইসলাম। এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক মো. ফরিদ উদ্দিন। সভায় সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা অংশ গ্রহণ করেন। স্থানীয় সরকার বিভাগের জন্ম ও মৃত্যু ার জেনারেল কার্যালয়ের উদ্যোগে দিবসটি পালন করা হয়।
মানিকছড়ি: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় জন্ম নিবন্ধন দিবস পালিত হয়েছে। গত ৬ অক্টোবর রবিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার পরিষদ চত্বরে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসার তামান্না মাহমুদ’র সভাপতিত্বে সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদীন। অতিথি ছিলেন, একটি বাড়ি একটি খামার প্রকল্প ব্যবস্থাপক সোনা কান্তি চাকমা, চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, চেয়ারম্যান ক্যয়জরী মহাজন, চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ। সভায় বক্তারা বলেন, জন্ম নিবন্ধন শিশুর অধিকার। আর এর বাস্তবায়নের দায়িত্ব আমাদেরই তাই সঠিক সময়ে জন্ম নিবন্ধন করার ব্যাপারে সকলকে আরও সচেতনতামূলক প্রচারণার আহ্বান জানান বক্তারা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট