চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

উদ্বোধন হলো সালাম এয়ারের চট্টগ্রাম-মাস্কাট ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

৮ অক্টোবর, ২০১৯ | ১১:০৫ অপরাহ্ণ

বাংলাদেশে ওমানভিত্তিক বিমান সংস্থা ‘সালাম এয়ার’ তাদের দ্বিতীয় গন্তব্য শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ‘চট্টগ্রাম-মাস্কাট’ রুটে ফ্লাইট চালু করেছে। এ নিয়ে তাদের ২৩তম আন্তর্জাতিক রুট।

সোমবার (৭ অক্টোবর) রাত ৮টা ২২ মিনিটে ১৫৩ জন যাত্রী নিয়ে সালাম এয়ারের নতুন একটি এয়ারবাস অবতরণ করে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। এরপর মাস্কাটের উদ্দেশে রাত সাড়ে ৯টায় ১৩৫ জন যাত্রী ও ১৫৩ কেজি পণ্য নিয়ে ছেড়ে যায়।

সালাম এয়ারের নতুন ফ্লাইট উপলক্ষে বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ওমানের রাষ্ট্রদূত তায়েব সেলিম আল আলাওয়ি, সালাম এয়ারের একটিং কমার্শিয়াল ডিরেক্টর মাজিন আহমেদ আল সালমান, হেড অব সেলস মোহাম্মদ আল বিমৌকি, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার এবিএম সারওয়ার-ই-জাহান, সালাম এয়ারের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার এম শাহাবুদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক এমএ লতিফ শাহরিয়ার জাহিদি, এয়ারপোর্ট ম্যানেজার ইশতিয়াক হাফিজ প্রমুখ।

সালাম এয়ারের বাংলাদেশ কান্ট্রি ম্যানেজার এম শাহাবুদ্দিন বলেন, বৃহত্তর চট্টগ্রামের প্রবাসীদের বড় অংশ ওমানের সালালার মধ্যে থাকেন। তাদের ঢাকা থেকে মাস্কাট যাওয়া কঠিন। তাই তাদের দাবি ছিলো চট্টগ্রাম থেকে ফ্লাইট চালুর। চট্টগ্রাম থেকে আমরা এখন সপ্তাহে ৫ দিন চালু করছি। আশা করি এক মাসের মধ্যে ডেইলি ফ্লাইট চালুর করতে পারবো। চট্টগ্রাম থেকে সালালা সরাসরি ফ্লাইট চালুর লক্ষ্যে আলোচনা শুরু করেছি উভয় দেশের এভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গে। এ ছাড়া কানেকটিং ফ্লাইটে মধ্যপ্রাচ্যের বিভিন্ন গন্তব্যের অনেক যাত্রী নিতে পারবে সালাম এয়ারের সেবা। আমরা নতুন নতুন এয়ারবাস কিনছি।

এমএ লতিফ শাহরিয়ার জাহিদি বলেন, সিভিল এভিয়েশন, কাস্টমসসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতায় মাত্র ১০ দিনে আমরা দ্রুততম সময়ের মধ্যে চট্টগ্রাম-মাস্কাট রুটে অপারেশন শুরু করতে পেরেছি। এর ফলে হেলদি কম্পিটিশন হবে একই রুটের অন্য এয়ারলাইনগুলোর মধ্যে। এতে বাড়বে যাত্রীসেবার মান।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট