চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

আবরার হত্যার বিচার না দেখে ঘরে ফিরবে না শিক্ষার্থীরা

নিজস্ব প্রতিবেদক

৮ অক্টোবর, ২০১৯ | ৮:২৮ অপরাহ্ণ

সারাদেশের মতো চট্টগ্রামেও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের মানববন্ধন হয়েছে।

আজ মঙ্গলবার (৮ অক্টোবর) বিকাল চারটায় ষোলশহর রেল স্টেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যানারে করা এ মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এক ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ছাত্রসমাজ আবরার হত্যার বিচার না দেখে ঘরে ফিরবে না। দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আবরারের খুনিদের। নিশ্চিত করতে হবে সব শিক্ষাপ্রতিষ্ঠানে সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা। প্রভোস্ট ও ভিসির বিরুদ্ধে অবিলম্বে দায়িত্ব অবহেলার কারণে বুয়েটের ব্যবস্থা নিতে হবে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন চবি শিক্ষার্থী আমির হোসেন জুয়েল, নিজাম উদ্দিন, জাহেদুল ইসলাম, রাইসুল ইসলাম, নাছির উদ্দিন, কামরুল হাসান, ইমতিয়াজ ইমতু, রিয়াজ উদ্দিন, কামরুন নাহার, লুবনা নূর প্রমুখ।

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট