চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ফাহাদ হত্যা: বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভের ডাক   

নিজস্ব প্রতিবেদক

৮ অক্টোবর, ২০১৯ | ১২:৪১ অপরাহ্ণ

বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, চট্টগ্রাম। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার (৮ অক্টোবর) বিকেল চারটায় নগরীর ষোলশহরে এ বিক্ষোভের ডাক দেন সংগঠনের নেতারা। পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্তে বুয়েট ছাত্র আবরার হত্যার বিচারের দাবিতে এ কর্মসূচির ডাক দেয়া হয়েছে। তবে বিক্ষোভটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যানারে হলেও চট্টগ্রামের সব শিক্ষা-প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবেন।

প্রসঙ্গত, রবিবার (৬ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে বুয়েটের শেরে বাংলা হলে আবরারকে পিটিয়ে হত্যা করে বিশ্ববিদ্যালয়টির ছাত্রলীগের কয়েকজন কর্মী। পরে ওই রাত ৩টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠায়। নিহত আবরার বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। তিনি শের-ই বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন।

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট