চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

নগরীর চান্দগাঁও’র অগ্নিকান্ড

চন্দনাইশের ৬ অগ্নিদগ্ধের মধ্যে আরো ১ জনের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা , চন্দনাইশ

৮ অক্টোবর, ২০১৯ | ৩:২২ পূর্বাহ্ণ

নগরীর চান্দগাঁও এলাকায় চন্দনাইশ পৌরসভার দক্ষিণ হারালা গ্রামের মুক্তিযোদ্ধা কামাল উদ্দিনের পরিবারের শিশু, মহিলাসহ ৬ জন অগ্নিদগ্ধ হয়। তাদের মধ্যে গত ৬ অক্টোবর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মুক্তিযোদ্ধা কামাল উদ্দিনের স্ত্রী মনোয়ারা বেগম (৬০) মারা যান। গতকাল সোমবার দুপুরে তার লাশ গ্রামের বাড়িতে আসলে স্বজনদের আহাজারিতে আকাশ ভারি হয়ে উঠে। বাদে যোহর স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ১ মেয়ে রেখে যান। তার বড় ছেলে নজরুল

ইসলাম (৪৫) শরীরের শতভাগ পুড়ে যাওয়ায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ সেপ্টেম্বর মারা যায়। বর্তমানে মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নজরুলের স্ত্রী জোবাইদা আকতার কলি, ছেলে আজবির হোসেন, বোন সেলিনা আকতার কলি, ভাগিনা এজাজ উদ্দিন (৩) অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছে বলে জানা যায়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট