চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়

আইন বিভাগের শতাধিক শিক্ষার্থীর মানববন্ধন

৮ অক্টোবর, ২০১৯ | ২:৪৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড না পাওয়ায় প্রিমিয়ার বিশ^বিদ্যালয় আইন বিভাগ থেকে পাসকৃত শতাধিক ছাত্র-ছাত্রী আইনজীবী তালিকাভুক্তিকরণ পরীক্ষায় অংশগ্রহণের নিশ্চিতকরণের জন্য বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ ও বার কাউন্সিলের কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবিতে মানববন্ধন করেছে। গত রবিবার বিকাল ৩টায় নগরীর প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এডভোকেট মো. জাহেদুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিশ^বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও পুলা’র প্রাক্তন সভাপতি এডভোকেট মোহাম্মদ ইমরান, পুলা’র সাধারণ সম্পাদক এডভোকেট একরাম চৌধুরী, অর্থ সম্পাদক এডভোকেট মো. ফোরকান, এডভোকেট জিকু বড়–য়া, ব্যারিস্টার বদরুল আলম, পুলা’র কার্যনির্বাহী সদস্য এডভোকেট যোবায়ের, এডভোকেট সাদীক উল হক ফরিদী, বিশ^বিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সাবেক সদস্য ও চসিক সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর রেহেনা বেগম চৌধুরী, ছাত্রছাত্রীদের মধ্যে আবু মুহায়মিন চৌধুরী, নোমান বিন খুরশীদ, মো. সাইফ উদ্দিন, বেলাল উদ্দিন চৌধুরী, সায়েম, ইব্রাহীম কবির মুন্না, শাহাজাহান চৌধুরী, রানিয়া চৌধুরী প্রমুখ। বক্তারা বলেন, আভ্যন্তরীন সমস্যার কারণে এই ব্যাচটি আসন্ন আইনজীবী তালিকাভূক্তিকরণ পরীক্ষা তথা এডভোকেটশীপ পরীক্ষায় অংশগ্রহণ অনেকটাই অনিশ্চিত। আমরা এই মানববন্ধনের মাধ্যমে এই সমস্যার আশু সমাধানের জানাচ্ছি। মানববন্ধনের পরে এক বিক্ষোভ মিছিল নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আন্দরকিল্লা হাজারী লেইনস্থ বিশ^বিদ্যালয় আইন ক্যাম্পাসের সামনে এসে শেষ হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট