চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

এশিয়ান ভার্সিটি ফর উইমেন স্কলারশিপ ফান্ডে মিতসুবিশি ফুসো’র স্কলারশিপ প্রদান

৮ অক্টোবর, ২০১৯ | ২:৪২ পূর্বাহ্ণ

জাপানের মোটরযান তৈরিকারী ব্যবসায়িক প্রতিষ্ঠান মিতসুবিশি ফুসো ট্রাক এন্ড বাস কর্পোরেশন (এমএফটিবিসি) এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের স্কলারশিপ ফান্ডে অনুদান স্পন্সর করেছে। এই অনুদানের মাধ্যমে এশিয়া এবং মধ্য এশিয়ার পিছিয়ে পড়া নারীদের শিক্ষাক্ষেত্রে নতুন ধার উন্মোচিত হয়েছে। যেটার মাধ্যমে তাদের উচ্চ শিক্ষার নতুন ক্ষেত্র সৃষ্টি করবে। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে প্রদত্ত স্কলারশিপ ফান্ডটি মিতসুবিশি ফুসো’র কর্পোরেট স্যোশাল রেসপনসিবিলিটি তথা সামাজিক দায়বদ্ধতার কার্যক্রম ফুসোকিডস কর্তৃক অর্থায়িত। ফুসোকিডস’র উদ্দেশ্য হলো বিশ্বব্যাপী তরুণদের প্রভাবিত করা, যাতে তারা তাদের লক্ষিত সম্ভাবনার ধারে যথাযথভাবে পৌঁছতে পারে, সেজন্য সহযোগিতা করা।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট