চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সন্ত্রাসী আজাদকে তিন মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি আদালতের

আদালত প্রতিবেদক

৮ অক্টোবর, ২০১৯ | ২:৪০ পূর্বাহ্ণ

সন্ত্রাসী মো. আজাদকে তিন মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি দিয়েছেন আদালত। পুলিশের উপর হামলা ও অস্ত্র ও হত্যা মামলায় অভিযুক্তকে গ্রেপ্তার দেখানোর অনুমতি প্রার্থনা করে পুলিশ। শুনানিশেষে গতকাল সোমবার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহনাজ রহমান আজাদকে তিন মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
গত ১৫ সেপ্টেম্বর চান্দগাঁও দর্জিপাড়ায় ক্যাবল নেটওয়ার্ক (ডিশ) ব্যবসায়ী জাহিদ হোসেনের কাছে ১০ হাজার টাকা চাঁদা দাবি করে স্থানীয় সন্ত্রাসী মো. রাসেল। চাঁদা দিতে অস্বীকার করায় জাহিদকে মারধর করে সন্ত্রাসীরা। ছোট ভাই মো. জিয়াদ বড়ভাই রাসেলকে উদ্ধারে এগিয়ে এলে জিয়াদকে ছুরিকাঘাতে হত্যা করে দুর্বৃত্তরা ।
এ ঘটনায় চান্দগাঁও থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
২০ সেপ্টেম্বর এ মামলায় রাসেলকে গ্রেপ্তার করতে গেলে দুর্বৃত্তরা পুলিশের উপর হামলা করে। বন্দুকযুদ্ধে রাসেল নিহত হন। এসময় ঘটনাস্থল থেকে ছুরি, কিরিচ ও গুলি উদ্ধার করে পুলিশ। এরপর হত্যা, পুলিশের ওপর হামলা ও অস্ত্র আইনে মামলা দায়ের করে পুলিশ।
সহকারী মেট্রোপলিটন পুলিশ কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ পূর্বকোণকে বলেন, তিন মামলায় আসামি আজাদকে গ্রেপ্তার দেখানোর অনুমতি দিয়েছেন আদালত।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট