চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

মুজিব সেনা’র কর্মী সম্মেলনে বক্তারা

আলোকিত মানুষ গড়ে তুলতে পারলে দেশ জাতি উপকৃত হবে

৮ অক্টোবর, ২০১৯ | ২:০৭ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু সবসময় একটি আলোকিত সমাজ আর সমৃদ্ধ রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখতেন। তিনি জানতে আজকের শিশু-কিশোরাই আগামীর সমাজ ও রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করবে। তাদেরকে যদি সত্যিকারের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলা যায় তাহলে সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে।  নতুন প্রজন্মে যাতে বিপথে না যায়, শিক্ষা-ক্রীড়া-সাংস্কৃতিক অঙ্গনে যাতে পদাচরণ করতে পারে বর্তমান সরকার তার জন্য কাজ করে যাচ্ছেন। জাতীয় শিশু-কিশোর সংগঠন মুজিব সেনা চট্টগ্রাম মহানগর শাখার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবউদ্দিন চৌধুরী উপরোক্ত কথা বলেছেন। হালিশহর ভূঁইয়া মঞ্জিল প্রাঙ্গণে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন মুজিব সেনা মহানগর শাখার সভাপতি মাহাবুব আলম আজাদ। প্রধান বক্তা ছিলেন মুজিব সেনা কেন্দ্রিয় কমিটির সভাপতি সৈয়দ মোজাম্মেল হক মিলন।  বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক চট্টগ্রাম জেলা মুজিব সেনা সভাপতি দেলোয়ার হোসেন খোকা, হালিশহর থানা আওয়ামী লীগের আহ্বায়ক ফয়েজ আহম্মদ, যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম কায়সার, রামপুর ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক আবুল কাশেম, যুগ্ম আহ্বায়ক দিলদার খান দিলু। বক্তব্য রাখেন ওসমান গণি আলমগীর, সাদেকুর রহমান সাদেক, নার্গিস আক্তার নিরা, ফসিউল আলম সমীর, ফসিউল আলম রিয়াদ, ইসমাইল আজাদ, ইমরান মাহমুদ, রোকনুজ্জামান রাশেদ, মমতাজ বেগম, তারেক সোহেল, ফাতেমা ইয়াছমিন প্রিমা, জাহেদুল ইসলাম রাইসুল, জাহেদ হোসেন, আনোয়ার হোসেন মিঠু, ডাঃ আবদুল মান্নান প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মাহাবুব আলম আজাদ কে সভাপতি সৈয়দ ওমর ফারক কে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট মহানগর ‘মুজিব সেনা’র কার্যকরী কমিটি গঠন করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট