চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

নগরীর বিভিন্ন পূজাম-প পরিদর্শনে বক্তারা

অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে জাতিকে সামনে এগিয়ে যেতে হবে

পূর্বকোণ ডেস্ক

৮ অক্টোবর, ২০১৯ | ১:১৮ পূর্বাহ্ণ

নগরীর বিভিন্ন পূজাম-প পরিদর্শনে বক্তারা বলেন, অসাম্প্রদায়িক চেতনা ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
এম. এ. লতিফ এমপি : নির্বাচনী এলাকার ৩৭ ও ৩৮ নং ওয়ার্ডের পূজাম-পসমূহ পরিদর্শন করেন এম এ লতিফ এমপি। পূজাম-প পরিদর্শনকালে তিনি সবাইকে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানান। মতবিনিময় করে ম-প কমিটির সাথে আলোচনা করেন এবং সনাতনী ধর্মাবলম্বীদের সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। এম. এ. লতিফ এমপি গত ৬ অক্টোবর তাঁর নির্বাচনী এলাকার ২৮, ২৯ ও ৩০ নং ওয়ার্ডের পূজাম-পসমূহ পরিদর্শন করেন। এমপির পক্ষে স্বাধীনতা নারী শক্তি নেতৃবৃন্দ সনাতন ধর্মাবলম্বী মা- বোন ও স্বাধীনতা নারী শক্তি সদস্যদের মাঝে শাড়ী বিতরণ করেন। পূজাম-প পরিদর্শনকালে এম. এ. লতিফ এমপি’র সাথে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মাহবুবুল হক মিয়া, বন্দর থানা আওয়ামীলীগ’র সভাপতি মো. নুরুল আলম, ৩৬ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম চৌধুরী, ৩৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ’র সভাপতি হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, লবণ শ্রমিকলীগ সভাপতি আবদুল মতিন মাস্টার, চট্টগ্রাম বন্দর ব্যবহারকারী শ্রমিক কর্মচারী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মো. ইমাম হোসেন, ৩৮ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ চৌধুরী প্রমুখ।
এম.এ সালাম : চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.এ সালাম বলেছেন, বর্তমানে সারা বিশ্বে বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সবাই যার যার ধর্ম নিরাপদে স্বাধীনভাবে পালন করছে। তিনি সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে প্রাত্যহিক জীবনে ধর্মীয় অনুশাসন মেনে চলার আহ্বান জানান। গতকাল সোমবার হাটহাজারীর চৌধুরী হাট ও উপজেলা সদরের বিভিন্ন পূজাম-প পরিদর্শনকালে পূজার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় ও বস্ত্রবিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী উপজেলা চেয়ারম্যান এস.এম রাশেদুল আলম, আওয়ামী লীগ নেতা কাজী এনামুল হক, এম. মোরশেদুল আলম, আলী নাছের মাষ্টার, চেয়ারম্যান হাছানুজ্জামান বাচ্চু, গোলাম মোস্তফা, মো. আজম উদ্দীন, মো. জসিম উদ্দিন, পূজা পরিষদের জেলা নেতা এড. নিখিল নাথ, ডা. বি.কে সরকার, কল্যাণ পাল, সৈয়দ নুরুল আলম, রাশেদ খান মেনন, উদয় সেন, আনোয়ার মেহেদী, মাসুদুজ্জামান সোহেল, এড. মোস্তফা আনোয়ার ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।
আবদুচ ছালাম : মহানগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ ও সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম শারদীয়া দুর্গোৎসবের মহানবমী তিথিতে নগরীর বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বী ভক্তম-লীর সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় আবদুচ ছালাম বলেন, দুর্গাপূজা বাঙালি হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব। সমাজে অন্যায়, অবিচার, অশুভ ও অসুর শক্তি দমনের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার লক্ষে আবহমানকাল ধরে এ দেশের হিন্দু সম্প্রদায় বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করে আসছে।এ সময় উপস্থিত ছিলেন এড. শিবু মজুমদার, রাজনীতিবিদ, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও পূজা কমিটি নেতৃবৃন্দ।
এম মনজুর আলম : মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এই বছরও নগরীর প্রতিটি পূজাম-পে প্রসাদ বিতরণ করা হয়। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গতকাল নগরীর ৯,১০,১১, ১৩, ১৪, ১৬, ২৩, ২৪, ২৬, ৩৭ ও ৩৮ নং ওয়ার্ড এর পূজা ম-পগুলোতে প্রসাদ বিতরণ করা হয়। একই সাথে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা উপলক্ষে থেকে সনাতন ধর্মাবলম্বীদেরকে শারদীয় শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ১৬ নং ওয়ার্ড এর কাউন্সিলর সাইয়্যেদ গোলাম হায়দার মিন্টু, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মোহাম্মদ সোলাইমান, পূজা উদযাপন কমিটির সদস্য আশীষ কুমার দাস, রঞ্জন দাস গুপ্ত, গনেশ দত্ত, স্বপন চৌধুরী, বিশ্বজিত মিত্র, স্বপন দাস, বিধান দাস, অরুন দে, অজয় দত্ত প্রমুখ।
খোরশেদ আলম সুজন : শারদীয় দুর্গোৎসব বাংলার ঐতিহ্যকে লালন করছে বলে অভিমত প্রকাশ করেছেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। তিনি গত ৬ অক্টোবর রবিবার শারদীয়া দূর্গাপূজার মহাঅষ্টমীর দিন সকালে এবং সন্ধ্যায় নগরীর কোতোয়ালী ও বন্দর থানার বিভিন্ন পূজা ম-পে বস্ত্র বিতরণ এবং সনাতন ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শারদীয়া শুভেচ্ছা বিনিময় করেন।এ সময় সুজন বলেন, শারদীয় দুর্গোৎসব যুগে যুগে বাংলার ঐতিহ্যকে লালন করছে। সরকারের উদ্যোগ এবং প্রশাসনের নানাবিধ নিরাপত্তার মধ্য দিয়ে দুর্গাপূজার আয়োজনকে সাবলীল ও উৎসবমুখর করে তুলেছে সনাতনী সমাজ।এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চন্দন ধর, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মসিউর রহমান চৌধুরী, কাউন্সিলর হাজী জাহাঙ্গীর আলম চৌধুরী, বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক হাজী মো. ইলিয়াছ, নিধু পালিত, মো. নিজাম উদ্দিন, শওকত হোসাইন, মোরশেদ আলম, নূরুল কবির, এএসএম জাহিদ হোসেন, সোলেমান সুমন, সমীর মহাজন লিটন, স্বরূপ দত্ত রাজু, এম ইমরান আহমেদ ইমু, কাঞ্চন চৌধুরী, বিকাশ দাশ, পংকজ কান্তি দে শিপ্লব দাশগুপ্ত, নয়ন দে প্রমুখ।
মহানগর পূজা পরিষদ : পরিষদের মহানগর সহ সভাপতি লায়ন দুলাল চন্দ্র দে এর নেতৃত্বে কোতোয়ালী, চকবাজার, সদরঘাট থানা পূজাম-প পরিদর্শন করেন যুগ্ম সম্পাদক মিথুন মল্লিক, সাংগঠনিক সম্পাদক সজল দত্ত, সিনিয়র সদস্য নিখিল ঘোষ, এড. গৌতম সিংহ হাজারী, চন্দন পালিত, প্রিয়তোষ ঘোষ রতন, অরুন রশ্মি দত্ত, রাজীব চৌধুরী মিল্টন, পিন্টু দত্ত তমাল, নারায়ণ সিংহ, সঞ্জয়িতা দত্ত পিংকী, অমিত মজুমদার নয়ন, কোতোয়ালী থানা পূজা পরিষদের সভাপতি লিটন কুমার শীল, প্রকৌশলী সৈকত দাশ, অঞ্জন দত্ত এবং চকবাজার থানা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি লিটন দাশ ইফতি, সাধারণ সম্পাদক প্রকৌশলী বিপ্লব কুমার দাশ বাপ্পী, সাবেক সভাপতি হারাধন মিত্র, সহ সভাপতি সাংবাদিক রুমন ভট্টাচার্য্য, রঞ্জন দাশগুপ্ত প্রমুখ। এ সময় পরিষদ নেতৃবৃন্দ বিভিন্ন পূজা পরিদর্শন ও পূজার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। বক্তারা বলেন, আমাদের অবশ্যই মনে রাখতে হবে ধর্ম যার যার কিন্তু উৎসব ধর্ম-বর্ণ-নির্বিশেষে সবার।
সূর্যগিরি আশ্রম : সার্বজনীন দুর্গাপূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে মহা নবমী তিথির অনুষ্ঠান, বস্ত্র বিতরণ ও মরণোত্তর সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ সদস্য ও ড. মাহমুদ হাসান ফাউ-েশনের চেয়ারম্যান আখতার উদ্দিন মাহমুদ পারভেজ। লায়ন ডা. বরুণ কুমার আচার্য বলাইয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ধর্মীয় বক্তা ছিলেন প-িত সুজন কান্তি আচার্য রনি। বিশেষ অতিথি ছিলেন এরশাদ হোসেন খোকন, ৬নং পাইন্দং ইউনিয়নের মেম্বার গৌতম সেবক বড়–য়া, হাইদচকিয়া মৈত্রী সংসদের সাবেক সভাপতি রূপক বড়–য়া, সাংবাদিক আহমদ আলী চৌধুরী, বাগীশিক উত্তর জেলার সভাপতি অমৃতলাল দে, সহ-সভাপতি শুভাশীষ চৌধুরী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাস্টার শিবু দে, বাগীশিক পাইন্দং ইউনিয়ন সংসদের মাস্টার দেবাশীষ দে লাভলু, মাস্টার কৃষ্ণকলি আচার্য, মাস্টার অর্চনা রানী আচার্য। স্বাগত বক্তব্য রাখেন জয়ন্তি রানী আচার্য।
মহিলা সংঘ : নগরীর এনায়েত বাজার গোয়ালপাড়ায় মহিলা সংঘ দুর্গাপূজা উদ্যাপন পরিষদ আয়োজিত পূজাম-পে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহাঅষ্টমীতে বস্ত্র বিতরণ অনুষ্ঠান গতকাল রবিবার অনুষ্ঠিত হয়। লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি শিবু প্রসাদ দত্তের ব্যক্তিগত উদ্যোগে অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র বিতরণ করা হয়। আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহিলা সংঘ দুর্গাপূজা উদ্যাপন পরিষদের সভাপতি মিনা চৌধুরী। প্রধান অতিথি ছিলেন লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি শিবু প্রসাদ দত্ত। প্রধান বক্তা ছিলেন ধর্মতত্ত্ববিদ ও নাট্যজন সুদর্শন চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক প্রকৌশলী আশুতোষ দাশ, লোকনাথ ব্রহ্মচারী সেবক ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি অধ্যাপক ভবরঞ্জন বণিক, সদস্য অধ্যাপক রতন কুমার দাশ, প্রচার সম্পাদক এস প্রকাশ পাল। সঞ্চালনায় ছিলেন মহিলা সংঘ দুর্গাপূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক গীতা রুদ্র।
বাকলিয়া শ্রীকৃষ্ণ মন্দির : নগরীর বাকলিয়ার ক্ষেতচরে সার্বজনীন শ্রীকৃষ্ণ মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে গত ৫ অক্টোবর দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। মন্দির প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল-মাতৃপূজা, সাংস্কৃতিক অনুষ্ঠান, মন্দির কার্যালয় উদ্বোধন, পুরস্কার বিতরণ, গীতাপাঠ প্রতিযোগিতা, নবনির্বাচিত কর্মকর্তাদের শপথগ্রহণ, ধর্মসম্মেলন। উদ্বোধন করেন সীতাকু- শংকর মঠ ও মিশনের স্বামী জগদীশ্বরানন্দ গিরি মহারাজ। মন্দির পরিচালনা পরিষদের সভাপতি লায়ন দিলীপ কুমার শীলের সভাপতিত্বে ধর্মসম্মেলনে মঙ্গলপ্রদীপ প্রজ্জ্¦লন করেন বাগীশিক কেন্দ্রীয় সংসদের সভাপতি দেশপ্রিয় চৌধুরী বিনয়। উদ্বোধক ছিলেন বাগীশিক কেন্দ্রীয় সহ-সভাপতি ও দক্ষিণ জেলা জন্মাষ্টমী পরিষদের সাধারণ সম্পাদক শিল্পপতি ঝুন্টু চৌধুরী। এতে প্রধান অতিথি মিলন কান্তি শর্মা। প্রধান বক্তা ছিলেন বাগীশিক কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক প্রভাষক পলাশ কান্তি নাথ রণী। বাচিক শিল্পী স্বপন বিশ্বাসের সঞ্চালনায় ধর্মসম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন মন্দির পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক জলসন ধর নয়ন। বিশেষ অতিথি ছিলেন ক্ষেতচর বাস্তুহারা সমিতির সভাপতি শামশুল আলম তালুকদার, মন্দির কর্মকর্তা কানু চৌধুরী, বিজন চক্রবর্তী, দেবাশীষ মু-রী, কেশব দাশ, সুকুমার দাশ, নান্টু মল্লিক। মন্দির কার্যালয় উদ্বোধন করেন মন্দিরের প্রধান উপদেষ্টা নিরঞ্জন দাশ।
দক্ষিণ নালাপাড়া পূজাম-প : নগরীর দক্ষিণ নালাপাড়া সার্বজনীন পূজাম-প প্রাঙ্গণে পালস্ ক্লিনিক্যাল ল্যাবরেটরির উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা, ডায়াবেটিস পরীক্ষা ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়। এতে প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। পালস্ ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ডা. সজিব তালুকদারের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসা সেবা প্রদান করেন, কার্ডিওলজিস্ট ডা. মোজাম্মেল হোছাইন, চর্মরোগ বিশেষজ্ঞ ডা. অসীম কুমার চৌধুরী, ডায়াবেটিস অভিজ্ঞ ডা. পৃথ্বীরাজ কর, মেডিসিন বিশেষজ্ঞ ডা. অনিক চন্দ, গাইনী রোগ বিশেষজ্ঞ ডা. আঁখি দত্ত, দন্ত রাগ বিশেষজ্ঞ ডা. জয়া রায় চৌধুরী ও ডা. মিল্টন সেনগুপ্ত।
কাউন্সিলর আফরোজা কালাম : চসিকের সংরক্ষিত ১২ নং আসনের কাউন্সিলর ও মহানগর মহিলা আওয়ামী লীগ এর কোষাধ্যক্ষ আফরোজা কালাম ২৭, ৩৭ ও ৩৮ নং ওয়ার্ডের বিভিন্ন পূজা ম-প পরিদর্শন করেন। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের সংগঠক হাজী আজাহার মিয়া, যুবলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য দেবাশীষ পাল দেবু, নগর ছাত্রলীগের সদস্য ইমতিয়াজ হোসেন সুমন, যুবলীগ নেতা সালাউদ্দিন বাবর, সোহেল, মো. জনি, বন্দর থানার পূজা উদ্যাপন কমিটির সভাপতি অশোক দত্ত, সাধারণ সম্পাদক রতন দাশ, প্রিয় লাল দে, পলাশ দে, সাগর দাশ লিটন, দিলীপ দাশ, রাজিব দত্ত, মান্না দে, সবুজ দে রতন, মতিলাল দে, বাবুল দে, নিলু দাশ, মিলি চৌধুরী প্রমূখ।
ইঞ্জিনিয়ার আবু মো. রাশেদ চৌধুরী : গত ৬ অক্টোবর হিন্দু সম্প্রদায়ের শারদীয় উৎসব মহা অষ্ঠমী পাথরঘাটা ওয়ার্ড পূজা ম-প পরিদর্শন করেন চসিক ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ইঞ্জিনিয়ার আবু মো. রাশেদ চৌধুরী। পরিদর্শনকালে ইঞ্জিনিয়ার আবু মো: রাশেদ চৌধুরীকে পরিদর্শনকৃত পূজা ম-প পরিচালনার পরিষদের পক্ষ থেকে বরণ করে নেন পূজা উদযাপন পরিষদের সভাপতি নউসু বোস। এ সময় উপস্থিত ছিলেন, কোতোয়ালী থানা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান রোকন, কোতোয়ালী থানা আওয়ামীলীগের সম্পাদক ম-লীর সদস্য দিপক ভট্টাচার্য্য, মো: আব্দুস সালাম, মাস্টার জসিম উদ্দিন, পাথরঘাটা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা দীলিপ কান্তি রুদ্র, এড. তপন কুমার দাশ, মো. ওমর ফারুক, মো. আবু বক্কর, উত্তম কুমার দাশ, এড. উজ্জ্বল দাশ, প্রকাশ কুয়ার জৈন, এনামুল হক এনাম, যুবলীগ নেতা সুফি মুহাম্মদ দিদারুল আলম দিদার, আফজাল হোসেন আজু, মাঈনুল ইসলাম মাঈনু, শুভ দাশ, ছাত্রলীগ নেতা শওকত ওসমান তানজির, প্রমুখ।
চকবাজার ওয়ার্ড : এলাকার বিভিন্ন পূজা ম-প পরিদর্শন করেছেন চকবাজার থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দীন।রবিবার সন্ধ্যায় চকবাজারের কাতালগঞ্জ রাধা মাধব আখেরা, করুণাময়ী কালী বাড়ি, চকবাজার নরসিংহ আখেরা, শিব মন্দির, গোয়াছি বাগান রাধা গোবিন্দ মন্দিরে যান।এ সময় তিনি পূজা ম-পের খোঁজ খবর নেন এবং আগত ভক্তবৃন্দ ও দশর্নাথীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় সাথে ছিলেন আ স ম সালাউদ্দীউন মনসুর, সজল দত্ত,আয়াছ মো. রকি, মো. মহিউদ্দিন, মো. সজল,ইশতিয়াক মাহমুদ, সৈয়দ মো. মঈন, মো. মুন্না, মাকসুদ জামিল মারুফ প্রমুখ।
৯নং উত্তর পাহাড়তলী : ওয়ার্ডের কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বয়াক মো. জ-রুল আলম জসিম বলেন বর্তমান সরকার প্রধান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে সকল ধর্মাবলম্বীদের জন্য শান্তিপূর্ণ রাষ্ট্র গড়তে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠন সমূহের নেতৃবৃৃন্দকে নির্দেশ দিয়েছেন। পূজা ম-প এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটিয়ে রাষ্ট্রের এবং ধর্মীয় কোন সংঘাত সৃষ্টি করতে না পারে সেদিকে সকল নেতাকর্মীদেরকে সতর্ক থাকার আহ্বান জানান। শারদীয় দূর্গা পূজা উপলক্ষে ৯নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডের বিভিন্ন পূজা ম-প পরিদর্শন কালে পূজারী ও দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্যে এ আশাবাদ ব্যক্ত করেন। এ সময় আরো বক্তব্য রাখেন ৯, ১০ ও ১৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর ও চট্টগ্রাম ওয়াসা বোর্ড সদস্য আবিদা আজাদ, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মো: জসিম উদ্দিন, জাহাঙ্গীর কবির নয়ন, খোকন শীল, স্বপন কুমার দাশ, সি-ব্লক সমাজ উন্নয়ন কমিটির সভাপতি হাজী মো: এমরান মিয়া, সাধারণ সম্পাদক শামিম আহমেদ সুমন, মো. -মায়ুন কবির, জি-ব্লক সমাজকল্যাণ পরিষদের সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক সাইদুর রহমান আরমান, সাংগঠনিক সম্পাদক জাফর ইকবাল শিপন, আনন্দময় কালি মন্দিরের সভাপতি ঝুনু রঞ্জন তালুকদার প্রমুখ।
ইয়াছির আরাফাত : নগরীর ৩১নং আলকরণ ওয়ার্ডের আওতাধীন ৬টি দুর্গাপূজাম-প যথাক্রমে পি.কে সেন কম্পাউন্ড, দোভাষ কলোনী, কালী চক্রবর্ত্তী কলোনী, শ্রী রক্ষাকালী বাড়ী, পোষ্ট অফিস গলি ও কালী বাড়ী দুর্গাপূজা ম-পে কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক ইয়াছির আরাফাতের নিজ উদ্যোগে প্রতিটি ম-পে পূজারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ, ম-পে নগদ অর্থ অনুদান ও বস্ত্র সামগ্রী বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন পি.কে সেন কম্পাউন্ড শারদীয় পূজা উদযাপন পরিষদের সভাপতি অনুপম ঘোষ অপু, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী, উপদেষ্টা অসীম দাশ বাবলা, সহ-সভাপতি রাম চক্রবর্ত্তী, যুগ্ম সম্পাদক হরিপদ দাশ, সুদীপ দাশ, ব্যবস্থাপনা সমন্বয়ক সুভাষ কান্তি বিশ্বাস, দোভাষ কলোনী শ্রী শ্রী রামঠাকুর মন্দির পূজা উদযাপন পরিষদের সভাপতি চন্দন দাশ, টিপু মিত্র, নয়ন দে, সাধারণ সম্পাদক ইমন দাশ, রাজেশ চৌধুরী, অর্থ সম্পাদক হৃদয় আকাশ, সনত, টারজেন, টিংকু দত্ত প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট