চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা ও সংবর্ধনা সভা

চাকরি জাতীয়করণের দাবিতে শিক্ষকদের ঐক্যের আহ্বান

৮ অক্টোবর, ২০১৯ | ১:১৫ পূর্বাহ্ণ

দেশের শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন, শিক্ষকদের সামাজিক মর্যাদা রক্ষা করা, চাকরির নিরাপত্তা বিধান এবং আর্থিক স্বচ্ছলতার প্রয়োজনে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণ এখন সময়ের দাবি।
গতকাল বিকেলে বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সহ-সভাপতি গোলাম রহমানের সভাপতিত্বে সংগঠনের ১২১, নুর আহমদ সড়কস্থ আঞ্চলিক কার্যালয়ে অনুষ্ঠিত বিশ^ শিক্ষক দিবসের আলোচনা সভায় শিক্ষক নেতৃবৃন্দ এ অভিমত জানান। বিশ^ শিক্ষক দিবসের আলোচনা ও সংবর্ধনা সভায় প্রথম পর্বে বাকলিয়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এমএ ছফা চৌধুরীকে প্রধান শিক্ষক হিসেবে সুদীর্ঘ ৪৩ বছর সফল উত্তরণ উপলক্ষে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়। দ্বিতীয় পর্বে বিশ^ শিক্ষক দিবসের তাৎপর্য ও ঐতিহাসিক পটভূমি তুলে ধরে শিক্ষা ক্ষেত্রে বিরাজমান সরকারি বেসরকারী বৈষম্য দূরীভূত করে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের চাকরি জাতীয়করণের জন্য সরকারের নিকট জোর দাবি জানিয়ে বক্তব্য রাখেন সভার প্রধান অতিথি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহনেওয়াজ, বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি এমএ ছফা চৌধুরী, অতিরিক্ত সচিব মো. সাইফুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি আবদুচ সাত্তার মজুমদার, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি মোহাম্মদ মোস্তফা, সচিব অধ্যক্ষ মো. নাসির উদ্দিন, দক্ষিণ জেলা সচিব মো. আবদুল হান্নান। আরো বক্তব্য রাখেন মো. নজরুল ইসলাম, মো. হারুনুর রশিদ, মো. আবদুল মাবুদ, মুহাম্মদ মুজিবুর রহমান, মনিরুল আনোয়ার, এস এম আক্কাস উদ্দীন, পরিমল কান্তি দে, মো. বদিউল আলম, খোরশেদ আলম, মোজাহেরুল ইসলাম, নাজমুস শাকের, ইয়াহিয়া আনোয়ারী, অমল কুমার চক্রবর্তী প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট