চট্টগ্রাম সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪

পাঁচ অভিযোগে সিটি সেন্টার শপিংমলকে ৭০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক

১৫ মে, ২০২৪ | ৭:৫৯ অপরাহ্ণ

 

নগরীর চকবাজার চট্টেশ্বরী সড়কের সিটি সেন্টার শপিংমলকে পাঁচ অভিযোগে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর। বুধবার (১৫ মে) দুপুরে পরিচালিত অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় অফিসের কর্মকর্তারা এই জরিমানা আদায় করেন ।

 

অভিযানে উপস্থিত ছিলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় অফিসের উপ-পরিচালক মোহাম্মাদ ফয়েজ উল্লাহ,সহকারী পরিচালক রানা দেবনাথ, সহকারী পরিচালক মোহাম্মাদ আনিছুর রহমান। প্রশাসনিক সহযোগিতায় ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।

 

উপ-পরিচালক মোহাম্মাদ ফয়েজ উল্লাহ জানান, সিটি সেন্টার নামে শপিংমলে অভিযানের সময় পণ্যের নির্দিষ্ট মোড়ক ব্যবহার না করা, বিক্রয়ের জন্য প্রদর্শিত পণ্যের গায়ে মূল্য না থাকা, উৎপাদন মেয়াদ না থাকা, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় এবং মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। এসব কারণে প্রতিষ্ঠানটিকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট