চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

লোহাগাড়া শাখা বিএইচএমএ’র আয়োজনে হোমিওপ্যাথি দিবস উদ্যাপন

৮ মে, ২০১৯ | ২:১৫ পূর্বাহ্ণ

বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল এসোসিয়েশন (বিএইচএমএ) লোহাগাড়া শাখা আয়োজিত বিশ্ব হোমিওপ্যাথি দিবস উদ্যাপন ও বিজ্ঞানী ডা. স্যামুয়েল হ্যানিম্যান এর ২৬৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও চিকিৎসক সমাবেশ সম্প্রতি বিএইচএমএ লোহাগাড়া শাখা সভাপতি ডা. আবেদুর রহমানের সভাপতিত্বে উপজেলা পাবলিক হলে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ। উদ্বোধক ছিলেন ডা. আবদুল করিম। তিনি স্বরচিত বই ঐধযহবসধহহ ফরংপড়াবৎবফ ঐড়সড়বড়ঢ়ধঃযু ধহ বাবৎ ষধঃবংঃ গবফরপধষ ঝপরবহপব অতিথিদের মাঝে বিতরণ করে স্বপক্ষে বক্তব্যে যুক্তি উপস্থাপন করেন।
প্রভাষক ডা. সৈয়দ মোহাম্মদ মহিউদ্দীনের পরিচালনায় কোরআন তেলোওয়াত করেন মৌলভী ছলিম উল্লাহ, গীতা পাঠ করেন ডা. অভয় চরণ মিত্র।
অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিএইচএমএ চট্টগ্রাম জেলার সভাপতি এডভোকেট ডা. মো. ছমিউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিএইচএমএ চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক ডা. মো. শামশু উদ্দীন, হোমিওপ্যাথি স্বার্থ সংরক্ষণ কমিটির মহাসচিব ডা. মো. ইসমাইল চৌধুরী, মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন, ডা. সাধন মিত্র। স্বাগত বক্তব্য রাখেন বিএইচএমএ লোহাগাড়া শাখার সাধারণ সম্পাদক ডা. আখতার আহমেদ। অন্যান্য অতিথিদের মধ্যে ডা. এম খালেদ সাইফু, ডা. মো. জামাল উদ্দিন, ডা. জাবেদ, ডা. স্বপ্না দেবী প্রমুখ বক্তব্য রাখেন। হোমিও মেডিসিন নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন ডা. সাধন চন্দ্র নাথ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট