চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

মাতৃদৃগ্ধ বিকল্প শিশু খাদ্য আইন বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা

৮ মে, ২০১৯ | ১:৫১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী বলেছেন, জন্মের পরে পরিপূর্ণ সুস্থ সবল শিশুর জন্য মায়ের দুধের কোন বিকল্প নেই। শাল দুধই শিশুর প্রথম খাবার। এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ বিভিন্ন সংক্রামক থেকে শিশুকে দ্রুত রক্ষা করে। শাল দুধ এমন একটি খাবার যা শিশুর প্রথম টিকা হিসেবে কাজ করে। একজন সন্তান জন্ম নেয়ার পর তাড়াতাড়ি শাল দুধ খাওয়ালে মায়ের গর্ভফুল পড়তে সাহায্য করে ও মায়ের রক্তক্ষরণ কম হয়। ফলে মা রক্তস্বল্পতা থেকে রক্ষা পায়। হাসপাতাল ও ক্লিনিকগুলোতে গুলোতে গুঁড়ো দুধের প্রচারণা বন্ধে ডাক্তারসহ সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ও কনসালটেন্টদের চিঠির মাধ্যমে জানিয়ে দেয়া হবে। জেলা সিভিল সার্জন কার্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত মাতৃদৃগ্ধ বিকল্প, শিশু খাদ্য, বািণজ্যিকভাবে প্রস্তুতকৃত শিশুর বাড়তি খাদ্য ও উহা ব্যবহারে সরঞ্জামাদি আইন ২০১৩ ও ইহার বিধিমালা ২০১৭ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডেপুটি সিভিল সার্জন ডা. গোলাম মোহাম্মদ আবু তৈয়বের সভাপতিত্বে সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে মাতৃদুগ্ধ বিকল্প শিশুখাদ্য আইন-২০১৩ বিষয়ে তুলে ধরেন বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের (বিবিএফ) বিভাগীয় সমন্বয়কারী আবু সামা মো. আল ইমরান। সভায় বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডা. উক্য উহন, মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. নুরুল হায়দার, ডা. মো. ওয়াজেদ চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক সুশান্ত সাহা ও জেলা ক্রীড়া অফিসার মনোরঞ্জন দে। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক রনজিত কুমার শীল, সুজন বড়–য়া, কাজল কান্তি পাল প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট