চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চবি ভর্তি পরীক্ষা: আসন প্রতি লড়বে ৩৪ শিক্ষার্থী

চবি সংবাদদাতা

২ অক্টোবর, ২০১৯ | ১০:৪৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আবেদন জমা পড়েছে ১ লক্ষ ৬৬ হাজার ৮৭০ টি। ফলে এ বছর প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৪ জন শিক্ষার্থী। আজ বুধবার (২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. হানিফ সিদ্দিকী। তিনি বলেন, ‘এ বছর ৪ হাজার ৯২৬টি আসনে ভর্তির জন্য চূড়ান্তভাবে মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ৬৬ হাজার ৮শ ৭০টি। ফলে প্রতি আসনের বিপরীতে লড়বে ৩৪ জন পরীক্ষার্থী।’

জানা যায়, এ বছর চারটি ইউনিট এবং দুটি উপ ইউনিটের অধীনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘এ’ ইউনিটে আবদেন করেছেন ৫২ হাজার ৮৭০ জন শিক্ষার্থী। ‘বি’ ইউনিটে আবদেন পড়েছে ৪২ হাজার ৪ জনের। ‘সি’ ইউনিটে ১৪ হাজার ১ জন আবেদন করেছেন। ‘ডি’ ইউনিটে ৫২ হাজার ৯৭০ জন আবেদন করেছেন। এছাড়া উপ-ইউনিটের মধ্যে ‘বি১’ ইউনিটে আবেদন পড়েছে ১ হাজার ৯৪২ জন। আর ‘ডি১’ উপ ইউনিটে ৩ হাজার ২২৬ জন প্রার্থী আবেদন করেছেন।

প্রসঙ্গত, গত ৮ সেপ্টেম্বর চবির ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়ে শেষ হয় ৩০ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। তবে টাকা জমা দেয়ার সুযোগ রাখা হয় ১ অক্টোবর রাত বারোটা পর্যন্ত। এদিকে, গত ২০১৮-১৯ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে চারটি ইউনিট ও দুইটি উপ ইউনিটে মোট ৪ হাজার ৯২৬ সিটের বিপরীতে আবেদন জমা পড়ে ১ লাখ ৩৩ হাজার ৬৩৩টি।

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট