চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

চন্দনাইশে জিপিএ-৫ এসএসসিতে ১১২, দাখিলে ৬

নিজস্ব সংবাদদাতা, চন্দনাইশ

৮ মে, ২০১৯ | ১:৩৫ পূর্বাহ্ণ

চন্দনাইশে ২৫টি উচ্চ বিদ্যালয়ে ৩৫৪৭ শিক্ষাথীর মধ্যে ২৯০৭ জন পাস করেছে জিপিএ-৫ পেয়েছে ১১২ জন, পাসের হার ৮১.৯৬%। এদিকে ১৬টি মাদ্রাসায় ৮৭১ জন পরিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৫৯ জন জিপিএ-৫ পেয়েছে ৬ জন।
ফলাফল বিবরণীতে দেখা যায়, খানদীঘি উচ্চ বিদ্যালয়ে ৬০ পরিক্ষার্থীর মধ্যে ৬০ জন উত্তীর্ণ, বেগমগুল চেমনআরা উচ্চ বিদ্যালয়ে ১৫৩ জন পরিক্ষার্থীর মধ্যে ১৫২ জন উত্তীর্ণ, জাপরাবাদ উচ্চ বিদ্যালয়ে ৫৬ জন পরিক্ষার্থীর মধ্যে ৫৫ জন উত্তীর্ণ, কাঞ্চনাবাদ উচ্চ বিদ্যালয়ে ২৭৯ জন পরিক্ষার্থীর মধ্যে ২৬৬ জন উত্তীর্ণ, হাসিমপুর এম এ কে উচ্চ বিদ্যালয়ে ২৭৯ জনের পরিক্ষার্থীর মধ্যে ২৬৬ জন উত্তীর্ণ, ফাতেমা জিন্নাহ বালিকা উচ্চ বিদ্যালয়ে ১২৮ জনের পরিক্ষার্থীর মধ্যে ১১৫ জন উত্তীর্ণ, পূর্ব সাতবাড়িয়া উচ্চ বিদ্যালয় ৯৫ জন পরিক্ষার্থীর মধ্যে ৮৫ জন উত্তীর্ণ, জোয়ারা বিশম্বর চৌধুরী উচ্চ বিদ্যালয় ৫১ জনের মধ্যে ৪৫ জন উত্তীর্ণ, হাছনদ-ী বহুমূখী উচ্চ বিদ্যালয়ে ১০০ জনের পরিক্ষার্থীর মধ্যে ৮৭ জন উত্তীর্ণ, দিয়াকুল ছানোয়ারা উচ্চ বিদ্যালয়ে ৭৭ জনের পরিক্ষার্থীর মধ্যে ৬৬ জন উত্তীর্ণ, দোহাজারী বালিকা উচ্চ বিদ্যালয়ে ৯৮ জনের পরিক্ষার্থীর মধ্যে ৮৪ জন উত্তীর্ণ, বৈলতলী বহুমূখী উচ্চ বিদ্যালয়ে ২১৩ জনের মধ্যে ১৭৮ জন উত্তীর্ণ, সাতবাড়িয়া বহুমূখী উচ্চ বিদ্যালয়ে ২০০ জনের পরিক্ষার্থীর মধ্যে ১৬৭ জন উত্তীর্ণ, কাসেম মাহবুব উচ্চ বিদ্যালয়ে ৮৭ জনের পরিক্ষার্থীর মধ্যে ৭২ জন উত্তীর্ণ, গাছবাড়িয়া মমতাজ বেগম উচ্চ বিদ্যালয়ে ৩৩ জনের পরিক্ষার্থীর মধ্যে ২৭ জন উত্তীর্ণ, ফতেহ নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে ২২ জনের পরিক্ষার্থীর মধ্যে ১৮ জন উত্তীর্ণ, বরকল এস জেড উচ্চ বিদ্যালয়ে ২৭২ জনের মধ্যে ২২২ জন উত্তীর্ণ, দোহাজারী আবদুর রহমান উচ্চ বিদ্যালয়ে ৩৪৬ জনের পরিক্ষার্থীর মধ্যে ২৭৭ জন উত্তীর্ণ, বরকল আবদুর হায় উচ্চ বিদ্যালয়ে ৬২ জনের পরিক্ষার্থীর মধ্যে ৪৮ জন উত্তীর্ণ, গাছবাড়ীয়া উচ্চ বিদ্যালয়ে ৪১৮ জনের মধ্যে ৩১২ জন উত্তীর্ণ, সুচিয়া আর কে উচ্চ বিদ্যালয়ে ৬৭ জনের পরিক্ষার্থীর মধ্যে ৪৯ জন উত্তীর্ণ, কেশুয়া উচ্চ বিদ্যালয়ে ৮৯ জনের পরিক্ষার্থীর মধ্যে ৬৫ জন উত্তীর্ণ, বরমা জাহিমেনকা উচ্চ বিদ্যালয়ে ১৭৭ জনের পরিক্ষার্থীর মধ্যে ১২৬ জন উত্তীর্ণ, ধোপাছড়ি শীলঘাটা উচ্চ বিদ্যালয়ে ১৫৩ জনের পরিক্ষার্থীর মধ্যে ৯২ জন উত্তীর্ণ, চামুদরিয়া উচ্চ বিদ্যালয়ে ১৪৮ জনের পরিক্ষার্থীর মধ্যে ৮৪ জন উত্তীর্ণ।
এদিকে ১৭টি মাদ্রাসায় দাখিল পরীক্ষায় ৮৭১ জন পরিক্ষাথীর মধ্যে পাস করেছে ৬৫৯ জন জিপিএ-৫ পেয়েছে ৬ জন। জোয়ারা ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় ৫৫ জনের মধ্যে ৫০ উত্তীর্ণ, জামিজুরী রজবিয়া আজিজীয়া রহমানিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসায় ৬৫ জনের মধ্যে ৫৯ উত্তীর্ণ, বরকল সালামতিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসায় ৩২ জনের মধ্যে ২৮ উত্তীর্ণ, সাতবাড়িয়া শাহ আমানত (র.) দাখিল মাদ্রাসায় ৭২ জনের মধ্যে ৬২ উত্তীর্ণ, কানাইমাদারী ইসলামিয়া কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় ৫৭ জনের মধ্যে ৪৯ উত্তীর্ণ, বরমা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ৪০ জনের মধ্যে ৩৩ উত্তীর্ণ, উত্তর হারলা পূর্ব জোয়ারা মহিলা দাখিল মাদ্রাসায় ৩৯ জনের মধ্যে ৩২ উত্তীর্ণ, পশ্চিম এলাহবাদ আহমদিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসায় ৪২ জনের মধ্যে ৩৩ উত্তীর্ণ, হাশিমপুর মকবুলিয়া ফাজিল মাদ্রাসায় ১০৪ জনের মধ্যে ৭৮ উত্তীর্ণ, দক্ষিণ হাশিমপুর ভা-ালী পাড়া দাখিল মাদ্রাসায় ৩১ জনের মধ্যে ২৩ উত্তীর্ণ, পাঠানদ-ী তাহেরিয়া ছাবেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় ৫৭ জনের মধ্যে ৪২ উত্তীর্ণ, সাতবাড়িয়া বার আউলিয়া আলিম মাদ্রাসায় ৪৭ জনের মধ্যে ৩৩ উত্তীর্ণ, হাছনদ-ী এম রহমান সিনিয়র মাদ্রাসায় ৪৩ জনের মধ্যে ২৯ উত্তীর্ণ, খাগরিয়া ইসলামিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় ৩৮ জনের মধ্যে ২৩ উত্তীর্ণ, চাগাচর মুছাবিয়া নছিমিয়া সুন্নিয়া ফাজিল মাদ্রাসায় ৩৫ জনের মধ্যে ২১ উত্তীর্ণ, জাহাঁগিরিয়া ছুফিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসায় ৪৪ জনের মধ্যে ২৫ উত্তীর্ণ, জাপরাবাদ ফাজিল মাদ্রাসায় ৭০ জনের মধ্যে ৩৯ উত্তীর্ণ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট