চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সীতাকুণ্ডে টিভি চ্যানেলের লোগোযুক্ত গাড়ি থেকে ইয়াবাসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক

৭ মে, ২০১৯ | ১:২৫ অপরাহ্ণ

বেসরকারি টেলিভিশন চ্যানেল জিটিভির লোগোযুক্ত একটি প্রাইভেট কার থেকে ১ হাজার ৩৩০ পিস ইয়াবাসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকা থেকে মঙ্গলবার (৭ মে) ভোররাতে তাদের গ্রেপ্তার করা হয়।

এ খবর নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলওয়ার হোসেন বলেন, একটি সাদা প্রাইভেট কারে জিটিভির লোগো লাগিয়ে ইয়াবা নিয়ে ঢাকায় যাচ্ছিলেন চার যুবক। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে ১টি সাদা রঙের পলিথিনে মোড়ানো ১ হাজার ৩৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

ওসি মো. দেলওয়ার হোসেন আরও জানান, গ্রেপ্তার হওয়া চার যুবক গাড়িতে জিটিভির লোগো ব্যবহার করলেও তারা জিটিভির কেউ নন বলে নিশ্চিত হওয়া গেছে।

ইয়াবাসহ গ্রেপ্তার চারজন হলেন, জেলার চন্দনাইশ উপজেলার আবুল কাশেমের ছেলে গাড়িচালক মুরাদ ইসলাম (২২), হাটহাজারী উপজেলার ফতেপুর এলাকার তাজুল ইসলামের ছেলে মো. নাজিম (৩৬), চকরিয়া উপজেলার দরবেশঘাটার সুজা আকবরের ছেলে মুসলিম উদ্দিন (৩৫) ও একই এলাকার আজিজুল হকের ছেলে মো. সায়েম (২৭)।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট