চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

এনআইডি মামলা: ৩ ডাটা এন্ট্রি অপারেটরকে ২ দিনের রিমান্ড

অনলাইন ডেস্ক

২৪ সেপ্টেম্বর, ২০১৯ | ৩:০১ অপরাহ্ণ

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) জালিয়াতি করে মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাদের ভোটার করার ঘটনায় গ্রেপ্তার চট্টগ্রাম নির্বাচন কমিশন (ইসি) অফিসের তিন ডাটা এন্ট্রি অপারেটরকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু সালেহ মো. নোমান এ আদেশ দেন।  রিমান্ডে নেয়া তিনজন হলেন; কোতোয়ালি থানার ডাটা এন্ট্রি অপরেটর মো. শাহীন, বন্দর থানার ডাটা এন্ট্রি অপারেটর মো. জাহিদ এবং ডবলমুরিং থানার ডাটা এন্ট্রি অপারেটর পাভেল বড়ুয়া।

পুলিশের সাত দিনের রিমান্ডের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ওই তিনজনকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুজ্জামান।

 

 

 

পূর্বকোণ/ পি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট