চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

হঠাৎ আশি^নের ঝুম বৃষ্টিতে দুর্ভোগ

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০১৯ | ২:৩০ পূর্বাহ্ণ

টানা কয়েকদিনের তীব্র তাপদাহের পর নগরীতে নেমেছে স্বস্তির বৃষ্টি। গতকাল সোমবার সন্ধ্যায় নগরীতে ভারী বৃষ্টি হয়। তবে এ বৃষ্টির প্রভাবে নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতাও দেখা যায়। প্রায় ঘণ্টাব্যাপী এ বৃষ্টিপাতের মধ্যে আধা ঘণ্টা বৃষ্টির মাত্রা ছিলো অনেক বেশি। তীব্র গরমের পর নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এলেও রাস্তায় পানি জমে যাওয়ায় স্বস্তির সেই বৃষ্টি দুর্ভোগে পরিণত হয়।

চট্টগ্রাম আবহাওয়া অফিস তাৎক্ষণিকভাবে বৃষ্টিপাতের রেকর্ড না জানাতে পারলেও প্রত্যক্ষদর্শীদের মতে আশি^নের এই বৃষ্টি হার মানিয়েছে বর্ষার ঝুম বৃষ্টিকেও। হঠাৎ নামা বৃষ্টিতে অফিস ফেরত যাত্রী ও নগরবাসী চরম বিপাকে পড়ে। বৃষ্টি নামার কয়েক মিনিটের মধ্যে রাস্তায় পানি জমাতে দুর্ভোগের মাত্রা আরো বেড়ে যায়। বৃষ্টির কারণে নগরীর অক্সিজেন, মুরাদপুর, প্রবর্তক মোড়, ২নম্বর গেট, কাপসগোলা, বহাদ্দারহাটের আশেপাশে পানি জমে যায়। এছাড়া প্রবর্তক মোড়ে কোমর পানি জমতে দেখা গেছে। ঘরমুখো যাত্রী ও সাধারণ পথচারীদের হাঁটু পানি মাড়িয়ে যাতায়াত করতে দেখা যায়। হঠাৎ প্রবল বৃষ্টির পরিণতিতে পথচারীরাও পড়েন বিপাকে। বৃষ্টির কারণে নগরীর বিভিন্নস্থানে দেখা যায় গণপরিবহন সংকট।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট