চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বাবু অয়েলকে ৫ লাখ টাকা জরিমানা

মোগলটুলী ও ফিরিঙ্গীবাজার খালের অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

২৪ সেপ্টেম্বর, ২০১৯ | ২:২১ পূর্বাহ্ণ

নগরীর মোগলটুলী ও ফিরিঙ্গীবাজার খালে অভিযান চালিয়ে প্রায় অর্ধশত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। গতকাল সোমবার সকালে মোগলটুলী খালে উচ্ছেদ অভিযান চালিয়ে ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। মোগলটুলী খালের উপর ফ্যাক্টরি নির্মাণ করায় বাবু ওয়েল মিলকে ৫ লাখ টাকা জরিমানা করেন সিডিএ’র স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সাইফুল আলম চৌধুরী। এছাড়া, বিকেলে ফিরিঙ্গী বাজার খালে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। জলাবদ্ধতা নিরসনে ‘মেগা প্রকল্প’ বাস্তবায়নকারী সংস্থা বাংলাদেশ সেনা বাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন বিগ্রেড এর সহায়তায় সিডিএ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন।

এ সম্পর্কে জানতে চাইলে জলাবদ্ধতা প্রকল্পের উপ-পরিচালক কাজী কাদের নেওয়াজ জানান, মোগলটুলী খালের উপর থেকে ৩০টি এবং ফিরিঙ্গীবাজার খাল থেকে ২০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া, মোগলটুলী খালের উপর ফ্যাক্টরি নির্মাণ করায় বাবু ওয়েল মিলকে ৫ লাখ টাকা জরিমানা জরিমানা করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট