চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ভেজাল ওষুধ বিক্রি বন্ধে উদ্যোগ বান্দরবানের ফার্মেসিগুলোতে কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির শুদ্ধি অভিযান

২৪ সেপ্টেম্বর, ২০১৯ | ২:১০ পূর্বাহ্ণ

সচেতনতা বৃদ্ধি এবং ওষুধের গুণগতমান ঠিক রেখে ওষুধ সরবরাহ করার লক্ষে বান্দরবানে শুদ্ধি অভিযান পরিচালিত হয়েছে। বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি বান্দরবান জেলা কমিটির উদ্যোগে জেলা সদরের বিভিন্ন ওষুধের ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়। গতকাল সোমবার সকালে শহরের বিভিন্ন ওষুধের দোকানে অভিযান পরিচালনা করেন সমিতির বান্দরবান জেলা কমিটির সভাপতি মো. শফিকুর রহমান। এসময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সহ সভাপতি উত্তম কুমার দাশ, সাধারণ সম্পাদক শিমুল কান্তি দাশ, যুগ্ম সম্পাদক স্বপন দাশ প্রমুখ। আয়োজকরা জানান, আত্মসচেতনতা বৃদ্ধি এবং বান্দরবানবাসীর ওষুধের গুণগতমান ঠিক রেখে ওষুধ সরবরাহ করার লক্ষে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি এই অভিযান পরিচালনা করেছে। আগামীতেও এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। অভিযানে ফার্মেসির ড্রাগ লাইসেন্স, ট্রেড লাইসেন্স, মেয়াদোত্তীর্ণ ওষুধ রয়েছে কি না তা তদারকি করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট