চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পটিয়ায় প্রীতিলতার আত্নহুতি দিবস আজ

২৪ সেপ্টেম্বর, ২০১৯ | ২:১০ পূর্বাহ্ণ

আজ ২৪ সেপ্টেম্বর সোমবার পটিয়ায় ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী মুক্তিযোদ্ধা ও বিপ্লবী নারী শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার এর ৮৭ তম আত্মাহুতি দিবস। তার ডাকনাম রাণী এবং ছদ্মনাম ফুলতার। তৎকালীন পূর্ববঙ্গে জন্ম নেয়া এই বাঙালি বিপ্লবী তখনকার ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেন এবং জীবন উৎসর্গ করেন। ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর প্রীতিলতা পাহাড়তলীতে ইউরোপিয়ান ক্লাব আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ‘কুকুর ও ভারতীয়দের প্রবেশ নিষিদ্ধ’ এ রূপ অবমাননামূলক কথার জন্য ইউরোপিয়ান ক্লাব নিয়ে ক্ষুব্ধ ছিল ভারতীয়রা। সে সময় প্রীতিলতার নেতৃত্বে বিপ্লবীরা ইউরিপিয়ান ক্লাব আক্রমণ করে সফল হন। পুরুষবেশী প্রীতিলতা সামরিক কায়দায় তাঁর বাহিনীকে ফিরে যাওয়ার নির্দেশ দেন। এই সময়ে তিনি গুলিবিদ্ধ হলে তাৎক্ষণিকভাবে পটাসিয়াম সায়ানাইড খেয়ে আত্মাহুতি দেন। তাঁর আত্মদান বিপ্লবীদের সশস্ত্র সংগ্রামে আরও উজ্জীবিত করে তোলে।
জানা যায়, ১৯১১ সালে ৫ মে চট্টগ্রামের পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নে তিনি জন্মগ্রহণ করেন। প্রীতিলতার বাবার নাম জগবন্ধু ওয়াদ্দেদার। মাতার নাম প্রতিভাদেবী। বাবা চট্টগ্রাম মিউনিসিপ্যাল অফিসের প্রধান কেরাণীর চাকরি করলেও মা ছিলেন গৃহিণী। তিনি ১৯৩২ সালের ২৪ সেপ্টেম্বর প্রীতিলতা পাহাড়তলীতে ইউরোপিয়ান ক্লাব আক্রমণের পর বীরত্বের সাথে আত্মাহুতি দেন। বীরকন্যা প্রীতিলতা ট্রাস্টের সভাপতি পংকজ চক্রবর্ত্তী জানান, দিবসটি উপলক্ষে তার নিজ গ্রামে ধলঘাটে প্রীতিলতা ট্রাস্টের উদ্যোগে গতকাল সোমবার সকাল ১০টায় উপজেলার ধলঘাটে বীরকন্যা প্রীতিলতা ট্রাস্ট সাংস্কৃতিক ভবনে তার আবক্ষমূর্তিতে পুষ্পমাল্য অর্পণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এতে সকাল ১০টায় প্রীতিলতার আবক্ষমূর্তিতে পুষ্পমাল্য অর্পণ করা হবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট