চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বোয়ালখালীতে অতি. জেলা প্রশাসক আমিরুল কায়ছার

শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক অভিভাবকদের ভূমিকা রাখতে হবে

২৪ সেপ্টেম্বর, ২০১৯ | ২:০৫ পূর্বাহ্ণ

অতিরিক্ত জেলা প্রশাসক (এল,এ) মো. আমিরুল কায়ছার বলেছেন, পাকা বাড়ি তৈরি করতে হলে যেমন ভিত্তিটা মজবুত হতে হয়, তেমনি শিক্ষার্থীদের ভবিষ্যতকে উজ্জ্বল করে তুলতে শিক্ষার প্রারম্ভিক স্তর থেকে সকলকে সচেতন হতে হবে। প্রাথমিক বিদ্যালয় হলো শিশুর শিক্ষার প্রথম ভিত্তি। তাই প্রাথমিক পর্যায়ে শিশুদের যদি সঠিকভাবে যত্ন নেয়া হয় তাহলে অন্যান্য লেভেলে গিয়ে তারা ভালো করবে না। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠ্যবইয়ের পাশাপাশি বিভিন্ন মেধা অন্বেষণ প্রতিযোগিতার আয়োজন করে শিক্ষার্থীদের মেধা বিকাশে শিক্ষক ও অভিভাবকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। গতকাল সোমবার চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশনায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বোয়ালখালী উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সৃজনশীল মেধা অন্বেষণ ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বোয়ালখালী উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আছিয়া খাতুন। প্রধান শিক্ষক ইসমাত ফারজানা ও মো. ফারুক ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শহীদুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিক, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হৃষীকেশ শীল, ইউআরসি ইন্সট্রাক্টর মোহাম্মদ আবদুল বাসেত। উপজেলা রিসোর্স সেন্টারে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন শিক্ষা অফিসার সদানন্দ পাল। এসময় উপস্থিত ছিলেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার সাহেদা বেগম, সৈয়দা আমাতুল্লাহ আরজু, বিকাশ ধর প্রমুখ।

সভা শেষে অতিথিবৃন্দ উপজেলার গোমদ-ী আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে নৈতিকতা শিক্ষার ডায়েরি বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ডায়েরি তুলে দেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট