চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

শারদীয় দুর্গোৎসব উদযাপন

প্রতিমা তৈরিতে ব্যস্ত চন্দনাইশে কারিগররা

মো. দেলোয়ার হোসেন ম চন্দনাইশ

২৪ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫০ পূর্বাহ্ণ

হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব দুর্গাপূজার প্রস্তুতি শুরু হয়েছে চন্দনাইশে। দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলার বিভিন্ন এলাকায় প্রতিমা তৈরির কারিগররা এখন ব্যস্ত সময় পার করছে।

রংপুরের কারিগর লক্ষণ পাল কাদা-মাটি, খড়-কাঠ সংগ্রহ করে প্রতিমা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন। সকাল থেকে রাত অবধি চলছে এ কার্যক্রম। যেন দম ফেলার সময় নেই তার। গত বছর চন্দনাইশের ২টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে ১১১টি ম-পে পূজা অর্চনা হয়। এবার আরো বেশি হবার সম্ভাবনা রয়েছে। প্রতিমা তৈরির কারিগররা বলেন, প্রায় ২ মাস আগে থেকেই প্রতিমা তৈরির কাজ শুরু হয়েছে। এবার মাঝেমধ্যে বৃষ্টি হবার কারণে সমস্যা হচ্ছে। সেইসাথে বিভিন্ন এলাকা থেকে প্রতিমা তৈরির অর্ডার এখনও নেয়া হচ্ছে। একটি প্রতিমা তৈরি থেকে শুরু করে রঙের আঁচড় দিতে কমপক্ষে ১৫/২০ দিন লেগে যায়। বিগত বছরগুলোর তুলনায় এ বছর প্রতিমার দাম কিছুটা বেশি। প্রতিটি প্রতিমা ভেদে ২০ হাজার থেকে ৫০ হাজার টাকা মজুরি দিয়ে প্রতিমা তৈরির অর্ডার গ্রহণ করছেন কারিগররা। রংপুরের কারিগর লক্ষণ পাল বলেছেন, ২ মাস আগে থেকে তারা প্রতিমা তৈরির কাজ শুরু করেছেন। দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েকটি ম-পে প্রতিমা তৈরির অর্ডার পেয়ে কাজ শুরু করেছেন সঙ্গীদের নিয়ে। এখন প্রতিমাগুলোতে মাথা লাগানোর কাজ চলছে। প্রতিমা স্থাপনের অল্প কয়দিন আগে এগুলোর রঙের কাজ শুরু করা হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট