চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ব্র্যাকের ভ্রাম্যমাণ গবাদি প্রাণি চিকিৎসা ক্লিনিক এর উদ্বোধন

২৪ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩৯ পূর্বাহ্ণ

রাজধানীর প্রাণিসম্পদ অধিদপ্তরে সম্প্রতি ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ এর আয়োজনে গবাদি প্রাণির জন্য দেশব্যাপী ভ্রাম্যমাণ চিকিৎসা ক্লিনিকের উদ্বোধন করা হয়। সরকারের প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. হীরেশ রঞ্জন ভৌমিক প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন। ভ্রাম্যমাণ গবাদি প্রাণি চিকিৎসা ক্লিনিক উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজের এজিএম ড. ফারুকুল ইসলাম। চার মাসব্যাপী এই কার্যক্রমে সরকাররের প্রাণিসম্পদ অধিপ্তরের সহযোগিতায় এবং নির্দেশনায় দেশের প্রত্যন্ত অঞ্চলের গবাদি প্রাণিসমূহকে ব্র্যাকের সুদক্ষ নিবন্ধিত ভেটেরিনারিয়ানগণ দ্বারা ৯৬ টি হেল্থ ক্যাম্প এবং ১২০ টি মোবাইল ভেটেরিনারি ক্লিনিক পরিচালনা করে, বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করবে। এছাড়া দেশব্যাপী ২০ টি প্রোজেনি শোর মাধ্যমে ব্র্যাকের সিমেন ব্যবহার করে উৎপাদিত বাছুর প্রদর্শনীর মাধ্যমে খামারিদের পুরষ্কার প্রদান করা হবে। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডা. মো. আইনুল হক পরিচালক ডা. আব্দুল জব্বার শিকদার, পরিচালক, মো. মাহবুবুর রহমান, পরিচালক, ডা. শেখ আজিজুর রহমান ও ব্র্যাক এন্টারপ্রাইজ এর ব্র্যান্ড ম্যানেজার রেজওয়ানুল ইসলাম প্রমুখ। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট