চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

অবহিতকরণ প্রশিক্ষণ উদ্বোধনকালে বিভাগীয় কমিশনার

দেশের উন্নয়নে বেসরকারি উন্নয়ন সংস্থাগুলোও কাজ করে যাচ্ছে

২৪ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. আবদুল মান্নান বলেছেন, দেশের উন্নয়নে সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা, স্থানীয় সরকার, সমাজকল্যাণ, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়ের ছোট-বড় প্রকল্প চলমান আছে। চট্টগ্রাম বিভাগেও ১৯৩টি প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। মানুষের জীবনযাত্রার মান বর্তমানের চেয়ে আরো একটু উন্নততর করার জন্য সরকারের পাশাপাশি দেশি-বিদেশি বেসরকারি উন্নয়ন সংস্থা বিভিন্ন প্রকল্প নিয়ে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সরকারি বরাদ্দের সাথে বিদেশি উন্নয়ন সংস্থা জাইকা দেশের উপজেলা পর্যায়ে ৫০ লাখ টাকা করে বরাদ্দ দিয়ে যাচ্ছে। এর মাধ্যমে জনপ্রতিনিধিরা তাদের এলাকায় প্রকল্প নিয়ে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, ব্রিজ, কালভার্ট ও রাস্তা মেরামতসহ ছোট ছোট কয়েকটি উন্নয়নমূলক কাজ সম্পন্ন করতে পারবেন। জাইকা’র বরাদ্দ থেকে প্রয়োজনে স্কুলে মেয়েদের জন্য আলাদা ওয়াশ রুম ও টয়লেট নির্মাণ করা যাবে।

গতকাল সোমবার চট্টগ্রাম সার্কিট হাউসে দু’দিনব্যাপী উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প অবহিতকরণ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাপান ইন্টারন্যাশনাল কো অপারেশন এজেন্সির (জাইকা) সহায়তায় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার অফিস এই প্রশিক্ষণের আয়োজন করে। বিভাগীয় পরিচালক (স্থানীয় সরকার) দীপক চক্রবর্তীর সভাপতিত্বে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) ডেপুটি টিম লিডার মো. আজিজুর রহমান সিদ্দিকীর সঞ্চালনায় প্রশিক্ষণে স্বাগত বক্তব্য রাখেন ইউজিডিপি’র উপ-প্রকল্প পরিচালক মো. মোকতার হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. হাবিবুর রহমান, ইউজিডিপি’র পরামর্শক ড. মোল্লা মাহমুদ হাসান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের উপ-পরিচালক (স্থানীয় সরকার) নুসরাত সুলতানা।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট