চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চবি’র জার্নাল সাইয়েন্সের অনলাইন সংস্করণ উদ্বোধন

২৪ সেপ্টেম্বর, ২০১৯ | ১:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. শিরীণ আখতার বলেছেন, বর্তমান তথ্য-প্রযুক্তির অবাধ প্রবাহের এ যুগে নিজেদের সঠিকভাবে বিশ^ দরবারে তুলে ধরার অন্যতম একটি মাধ্যম হলো ওয়েবসাইট। বৈচিত্র্যময় উপস্থাপনা শৈলীর মাধ্যমে নিজেদের গবেষণা কার্যক্রমসহ অন্যান্য কার্যক্রমের সর্বোচ্চ তথ্য উপস্থাপনের ভিত্তিতে নির্মিত ওয়েবসাইট স্বাভাবিকভাবেই সকলকে আকৃষ্ট করে। গতকাল সোমবার চবি আইসিটি সেলের ভার্চুয়াল ক্লাসরুমে বিজ্ঞান অনুষদের উদ্যোগে চবি’র জার্নাল সাইয়েন্সের অনলাইন সংস্করণ উদ্বোধনকালে প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। এসময় বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ সফিউল আলম, জার্নাল সাইয়েন্সের চিফ এডিটর প্রফেসর ড. জামাল উদ্দিন আহমেদ এবং আইসিটি সেলের পরিচালক প্রফেসর ড. মো. হানিফ সিদ্দিকী।

প্রফেসর ড. শিরীণ আখতার চবি ওয়েবসাইটে এই জার্নালের অনলাইন সংস্করণ বিজ্ঞান অনুষদের সকল কার্যক্রম তথা চট্টগ্রাম বিশ^বিদ্যালয়কে বিশে^র কাছে সঠিকভবে উপস্থাপন করে চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের র‌্যাংকিং বিশে^র উঁচুমানের বিশ^বিদ্যালয়ের কাতারে সামিল হতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মর্মে প্রত্যাশা ব্যক্ত করে এর উদ্বোধন করেন। অনুষ্ঠান পরিচালনা করেন চবি ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের সভাপতি ড. সুমন গাঙ্গুলী।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট