চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সিটি মেয়র সকাশে জাপান এনপিও কর্পোরেশন প্রতিনিধি দল

২৪ সেপ্টেম্বর, ২০১৯ | ১:২৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ.জ.ম. নাছির উদ্দীন এর সাথে সাক্ষাত করেন জাপানের বেসরকারি প্রতিষ্ঠান এনপিও কর্পোরেশন এর কর্ণধার কিটামোরা কীর নেতৃত্বে প্রতিনিধিদল। গতকাল সোমবার দুপুরে সিটি মেয়রের কার্যালয়ে এই সাক্ষাত অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে সিটি মেয়র জাপানী প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম মহানগরীর উন্নয়ন ও নাগরিক সেবায় তার গৃহীত বিভিন্ন কর্ম পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি আরো বলেন, নগরীর ৬০ বর্গমাইল এলাকায় ৭০ লক্ষ নাগরিকের সুযোগ সুবিধা প্রদানে চট্টগ্রাম সিটি কর্পোরেশন স্বাস্থ্য, শিক্ষা, অবকাঠামোগত উন্নয়ন, জলাবদ্ধতা, যানজট, পরিস্কার পরিচ্ছন্নতা ও আলোকায়নসহ নানামুখী কর্মকা- বাস্তবায়ন করছে। তিনি এ ধরনের প্রকল্প বাস্তবায়নের জন্য প্রতিনিধিদলের সহযোগিতা কামনা করেন। প্রতিনিধিদলের নেতা কিটামোরা কী চট্টগ্রামকে পরিচ্ছন্ন শহর হিসেবে উল্লেখ করে চট্টগ্রামের প্রাকৃতিক সৌন্দর্য ও উন্নয়নের জন্য সিটি মেয়রের প্রশংসা করেন। প্রতিনিধিদলের নেতা চট্টগ্রাম উন্নয়ন খাতে সম্ভাব্য যাচাই-বাছাই করে চসিকের উন্নয়ন সহযোগী হতে আগ্রহ প্রকাশ করেন। এই প্রসঙ্গে কীটামোর চসিক ওয়েস্ট ম্যানেজমেন্ট, পয়ঃনিস্কাশনসহ বিবিধখাতে বিনিয়োগ করার বিষয়ে সম্ভাব্য যাচাই-বাছাই করে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আশ্বাস দেন মেয়রকে।

এই সময় উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা, দৈনিক বীর চট্টগ্রাম মঞ্চের সম্পাদক সৈয়দ উমর ফারুক, সিটি মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম ও জাপানিজ প্রতিষ্ঠান এনপিও কর্পোরেশন এর এস.এম জাহাঙ্গীর আলম, সাগর মাহমুদ ও আজিজ প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট