চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আশ্বিনে বাদল-সন্ধ্যা

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর, ২০১৯ | ৬:৩১ অপরাহ্ণ

দিনভর রৌদ্রতাপে অতিষ্ঠ জনজীবনে আকস্মিক স্বস্তি হয়ে নেমে এলো বাদলধারা। অঝোর এ বারিধারায় নগরীর তপ্ত পিচঢালা পথগুলোও যেন প্রাণ ফিরে পেলো। হঠাৎ শহরের বুকে নেমে আসা এ বৃষ্টি আর ময়ূর পেখম তোলা বজ্রপাতে কর্মব্যস্ত এই নগরীর প্রতিটি অলি-গলিও নিমিষেই হয়ে উঠেছে জীবন্ত ! রাজপথের ব্যস্ত যানবাহনের একঘেঁয়েমি কোলাহল যেন গাইছে, ‘এমন দিনে তারে বলা যায়, এমন ঘনঘোর বরিষায়’।

অপ্রত্যাশিত এ বৃষ্টি নগরবাসীকে খানিকটা অস্বস্তিতে ফেললেও কেড়ে নিয়েছে সারাদিনের শ্রান্তি। তবুও আকস্মিক দুর্দশা থেকে মুক্তি নেই ঘরফেরা মানুষগুলোর। প্রধান সড়কগুলোতে জমেছে হাঁটু সমান বৃষ্টির পানি। পাবলিক যানবাহনের স্বল্পতা, বাড়তি ভাড়া আদায়; এসব ভোগান্তিতো রয়েছেই।

এতশত ভোগান্তি সত্ত্বেও আকাশ কালো করে নগরীর বুকে নেমে আসা এ অঝোর বারিধারা কর্মব্যস্ত দিন কাটানো শ্রান্ত মানুষগুলোর মনে কোথায় যেন একটা ভালো লাগার সুর তুলে যায় !

 

 

 

পূর্বকোণ/ময়মী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট