চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

টোকিও ভার্সিটির প্রফেসর তাকায়াকির অগ্রসার অনাথালয় পরিদর্শন

২৩ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫৯ পূর্বাহ্ণ

রাউজানে অগ্রসার বৌদ্ধ অনাথালয়ের পাশে দাঁড়ালেন টোকিও ইউনিভার্সিটি প্রফেসর তাকায়াকি ওইযুমি। সম্প্রতি বাংলাদেশে আসা টোকিও ইউনিভার্সিটি অব এগ্রিকালচারের প্রফেসর, অগ্রসার মেমোরিয়াল সোসাইটির আন্তর্জাতিক উপদেষ্টা তাকায়াকি ওইযুমি গত ২০ সেপ্টেম্বর অগ্রসার মেমোরিয়াল সোসাইটি পরিদর্শন করেন। এ সময় তিনি অগ্রসার বৌদ্ধ অনাথালয়ের ৪৫০ জন ছেলে-মেয়ের উন্নত জীবন যাপনের লক্ষে ১০ (দশ) লক্ষ টাকা ব্যয়ে প্রয়োজনীয় সামগ্রী হস্তান্তর করেন। এছাড়াও অগ্রসার বৌদ্ধ অনাথালয় নিয়ে আগামী পাঁচ বছরের একটি কর্মপরিকল্পনা ঘোষণা করেন। একই সাথে মেমোরিয়াল সোসাইটির পৃষ্ঠপোষক অধ্যাপক স্মৃতি বড়ুয়া দুই লক্ষ টাকা ব্যয়ে ডাইনিং চেয়ার-টেবিলের ব্যবস্থা করেন এবং তা উদ্বোধন করেন মহাসংঘনায়কের ভ্রাতুষ্পুত্র, জাপানের সেইসা ইউনিভার্সিটির প্রফেসর চিকিৎসা বিজ্ঞানী প্রফেসর ড. সুমন বড়ুয়া। উপস্থিত ছিলেন সোসাইটির সভাপতি সদ্ধর্মজ্যোতি সুনন্দ মহাথের, মহাসচিব সুমিত্তানন্দ মহাথের, স্থপতি বিশ্বজিৎ বড়ুয়া, অধ্যাপক ড. সুব্রত বরণ বড়ুয়া, শিক্ষাবিদ সমীরণ বিকাশ বড়ুয়া, প্রধান শিক্ষক প্রতুল বড়ুয়া, মং হ্লা চিং রাখাইন, রবীন্দ্র লাল বড়ুয়া, অধীর চন্দ বড়ুয়া, অধ্যাপক স্মৃতি বড়ুয়া, মৃদুল কান্তি বড়ুয়া, সুভাষ চন্দ্র বড়ুয়া প্রমুখ। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট