চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রকল্প এলাকা পরিদর্শনে অ. সচিব রোকন উদ দৌলা

খাগড়াছড়িতে ৩৮টি প্যাকেজে উন্নয়ন প্রকল্প ব্যয় ৯ কোটি টাকা

নিজস্ব সংবাদদাতা , লক্ষ্মীছড়ি

২৩ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫৬ পূর্বাহ্ণ

পানি সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রোকন উদ-দৌলা খাগড়াছড়িতে সফরকালে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন। তিনি তিনদিনের সরকারি সফরকালে সদর উপজেলা, পানছড়ি, মাটিরাঙ্গা, গুইমারা, মানিকছড়ি ও লক্ষ্মীছড়ি উপজেলায় পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে প্রস্তাবিত এবং বাস্তবায়নাধীন প্রকল্প পরিদর্শন করেন। পুরো জেলায় ৩৮টি প্যাকেজে মোট ৯’শ কোটি টাকা প্রকল্প ব্যয় ধরা হয়েছে বলে সূত্র জানিয়েছে। গত ২১ সেপ্টেম্বর মো. রোকন উদ-দৌলা লক্ষ্মীছড়ি উপজেলায় সফরে এসে লক্ষ্মীছড়ি-বর্মাছড়ি সড়কে লক্ষ্মীছড়ি জোন সংলগ্ন ধুরুং নদীর বামতীরে অবস্থিত সড়কটি প্রবল বর্ষণে ধসে যাওয়া এলাকার সংস্কার প্রকল্প পরিদর্শন করেন।

এসময় ৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহাঙ্গীর আলম, উপজেলা চেয়ারম্যান বাবুল চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল, ভাইস চেয়ারম্যান রাজু চাকমা দিপান্তর, মহিলা ভাইস চেয়ারম্যান সুমনা চাকমা, লক্ষ্মীছড়ি থানার ওসি হুমায়ূন কবির, উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা ম-লীর সভাপতি আবুল হাসেম চৌধুরী, লক্ষ্মীছড়ি উপজেলা প্রেসক্লাব সভাপতি মো. মোবারক হোসেন উপস্থিত ছিলেন।

এর আগে তিনি লক্ষ্মীছড়ি কলেজ পরিদর্শন করেন। লক্ষ্মীছড়ি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলী মর্তুজা, কলেজের শিক্ষক ও কমিটির সদস্যরা অভিনন্দন জানান। খাগড়াছড়ির বিভিন্ন এলাকা পরিদর্শনকালে তাঁর সাথে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ, সহকারী কমিশনার (ভূমি) অমীত চক্রবর্তী, মানিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার তামন্না মাহমুদ, সিন্দুকছড়ি জোনের উপ অধিনায়ক মেজর তৌহিদ, মেজর পারভেজ, খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসার সামশুন নাহার । এছাড়া তাঁর সফরসঙ্গী ছিলেন পানি সম্পদ মন্ত্রণালয়ের উপ সচিব মো. মমিনুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল কাওসার, চট্টগ্রাম বিভাগীয় নির্বাহী প্রকৌশলী জুলফিকার তারিক ।

পানি সম্পদ মন্ত্রণালয়ের চট্টগ্রাম বিভাগীয় নির্বাহী প্রকৌশলী জুলফিকার তারিক পূর্বকোণকে জানান, খাগড়াছড়িতে ৩৮টি প্যাকেজে মোট ৯’শ কোটি টাকা প্রকল্প ব্যয় ধরা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট