চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

পানছড়িতে ডেঙ্গুতে আক্রান্ত ৩

২৩ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫২ পূর্বাহ্ণ

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে তিনজন চিকিৎসাধীন রয়েছে। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে ডেঙ্গু জ্বর নিশ্চিত করেছে পানছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ। উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. সনজীব ত্রিপুরা জানান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান বকুল চন্দ্র চাকমা, তার সহধর্মিণী তটিনী চাকমা ও মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মনিরুজ্জামান বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তারা সবাই ডেঙ্গু জ্বরে আক্রান্ত। প্রাথমিক এই জ্বরে প্যারাসিটামলের পাশাপাশি লিকুইড খাবার চলছে। প্রযোজ্য ক্ষেত্রে স্যালাইনের মাধ্যমে ঔষধ দেয়া হবে। তিনি আরো জানান, হিমোরেজিক জ্বর হলে রক্তক্ষরণ হয় এবং সে জটিলতা থেকে ডেঙ্গু শক সিনড্রোন হয়। তখন রোগী অজ্ঞান হতে পারে। এসব রোগীকে সাধারণত এখানে রাখা হয়না। সদর হাসপাতালে পাঠানো হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট