চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জিয়াউল হক মাইজভা-ারী ট্রাস্টের সমন্বয় সভা

২৩ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫২ পূর্বাহ্ণ

শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী (ক.) ট্রাস্ট পরিচালিত দারিদ্র বিমোচন প্রকল্পের উদ্যোগে বিভিন্ন স্থানে স্থায়ীভাবে প্রতিষ্ঠিত ৬টি দাতব্য চিকিৎসায় তত্ত্বাবধায়ক ও প্রকল্প পরিচালনা পর্ষদের কর্মকর্তাদের সাথে এক সমন্বয় সভা গতকাল রবিবার অনুষ্ঠিত হয়েছে। নগরীর এস জেট এইচ এম ট্রাস্ট মিলনায়তনে অনুষ্ঠিত সভায় আলোচনা কালে বক্তারা বলেন, শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভা-ারী (কঃ) ট্রাস্টে’র সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা প্রকল্প’র আওতায় উপজেলা ও মহানগরীর বিভিন্ন স্থানে স্থায়ী দাতব্য চিকিৎসা কেন্দ্র স্থাপন করে নিয়মিত চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হচ্ছে যা মানুষের মানবিক ও মৌলিক অধিকার চিকিৎসা সেবা প্রাপ্তির বিষয়ে কার্যকরী ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ পর্যন্ত অর্ধলক্ষ দরিদ্র রোগীদেরকে চিকিৎসাসেবা প্রদান করা হয়েছে এবং কার্যক্রম অব্যাহত আছে।

কাজী শাহরিয়ার মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পর্ষদ সহ-সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আবদুল হালিম আল মাসুদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছের, মোহাম্মদ আহসান উল্লাহ চৌধুরী, আলী হায়দার বাবলু, আলী মাসুদ, মোহাম্মদ নেওয়াজ, আলা উদ্দিন, হারুন চৌধুরী, দেলোয়ার হোসেন ও নুরুল ইসলাম প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট