চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পারিজাত এলিট লায়ন্স ক্লাবের স্বাস্থ্যসেবা

২৩ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম লায়ন্স ক্লাব অব পারিজাত এলিট এর সহযোগিতায় গত ১৯ সেপ্টেম্বর হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের নগেন্দ্রনাথ মহাজন উচ্চ বিদ্যালয়ে এক স্বাস্থ্য ও চক্ষু ক্যাম্প এর আয়োজন করা হয়। আয়োজিত ক্যাম্পে মেডিসিন,মা ও শিশু এবং ডায়বেটিক বিশেষজ্ঞ ডাক্তারদ্বারা ও চট্টগ্রাম লায়ন্স হসপিটাল এর মেডিকেল টিম কর্তৃক চক্ষু চিকিৎসা, ঔষুধ বিতরণের মধ্যদিয়ে দিনব্যাপী স্বাস্থ্য ও চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে মেখল ইউনিয়নের সর্বস্তরের ৫৭৭ জন রোগী স্বাস্থ্য চক্ষু সেবা গ্রহন করে, যার মধ্যে মেডিসিন রোগী ৯৪ জন, মা ও শিশু রোগী ১০৫ জন, ডায়বেটিক পরিক্ষা ১৪১ জন ডায়াবেটিক চিকিৎসা প্রদান ৮১ জন ও চক্ষু রোগী ২৩৭ জন, ছানি অপারেশনের জন্য সনাক্ত ৪৫ জন ও চাশমা প্রদানের জন্য ৭৫জন রোগী সনাক্ত করা হয় । ক্যাম্প এর উদ্বোধন করেন নগেন্দ্রনাথ মহাজন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার নাথ। স্বাস্থ্য ও চক্ষু ক্যাম্পের সার্বিক তদারকি ও সমন্বয় করেন চট্টগ্রাম লায়ন্স ক্লাব অব পরিজাত এলিট এর সেক্রেটারী জেনারেল লায়ন আবেদা বেগম। এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম লায়ন্স ক্লাব অব পারিজাত এলিট এর ভাইস প্রেসিডেন্ট জামাল উদ্দিন, ট্রেজারার লায়ন মির্জা ইলিয়াস, লিও ক্লাব এর প্রেসিডেন্ট সিজারুল ইসলাম, সদস্য নুরুল আমিন সাকিব এবং ঘাসফুল ক্ষুদ্র অর্থায়ন ও আর্থিক অন্তর্ভুক্তিকরণ বিভাগের ব্যবস্থাপক ও সমৃদ্ধি কর্মসূচির সমন্বয়কারী মো. নাছির উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট