চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

অগ্নি-নির্বাপন প্রশিক্ষণ কর্মশালা মা ও শিশু হাসপাতালে

২৩ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৪৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ইনস্টিটিউট অব চাইল্ড হেলথের সেমিনারকক্ষে অগ্নি-নির্বাপন, উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা গত ২১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক ছিলেন ফায়ার ব্রিগেডের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা বাহার ও ইফতেখার হোসেন। দিনব্যাপী এ কর্মশালায় মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এস এম মোরশেদ হোসেন সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য রাখেন পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক। এতে প্রায় ৪০ জন কর্মকর্তা-কর্মচারী ও নার্স অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন পরিচালক (মেডিকেল এফেয়ার্স) প্রফেসর ডা. আবদুল ওয়াহিদ আল মামুন, উপ-পরিচালক (অর্থ) মো. ইফতেখারুল আমীন, উপ-পরিচালক (প্রশাসন) ডা. এ কে এম আশরাফুল করীম, সহকারী পরিচালক (মেডিকেল এফেয়ার্স) ডা. ফাহিম হাসান রেজা প্রমুখ। এতে প্রশিক্ষকদ্বয় ফায়ার সেফটি এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্দেশ্য-নীতি ও পরিকল্পনাসমূহ প্রজেক্টরের মাধ্যমে তুলে ধরেন। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট