চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪

সড়ক দখলে ট্রাক পার্কিং

ওয়ার্ড ৩০ পর্ব মাদারবাড়ি

নিজস্ব প্রতিবেদক

২৩ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৪৭ পূর্বাহ্ণ

পূর্ব মাদারবাড়ির মাঝির ঘাট সড়কের উভয় পাশ দখল করে রাখা হয়েছে ট্রাক। সড়কের মাঝের অংশ দিয়ে কোন রকমে একটি গাড়ি যেতেও কষ্ট হয় । ফলে স্কুল-কলেজ ও অফিস সময়ে যানজট লেগে থাকে এবং নিয়মিত দুর্ভোগ এখানকার নিত্যসঙ্গী। এলাকাবাসীকে পোহাতে হয় নানান ঝক্কিঝামেলা । এরপরও এব্যাপারে প্রশাসনকে কোন পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না। স্থানীয় নেতারা দৈনিক ১০০টাকার বিনিময়ে এসব গাড়ি পার্কিং এর সুযোগ করে দেন বলে অভিযোগ স্থানীয়দের।

সরকারি সিটি কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ফয়সাল আহাম্মেদ জানান, ট্রাক মালিক সমিতি এবং স্থানীয় নেতাদের ম্যানেজ সড়কের উভয় পাশ দখল করে এসব ট্রাক রাখা হচ্ছে। এরফলে পুরো এলাকায় যানজট সৃষ্টি হচ্ছে। একটি সড়কে যানজটে সৃষ্টি হলে এর ফলে অন্য সড়কেও যানজট হচ্ছে। এছাড়াও ছোট-খাটো দুর্ঘটনা তো প্রায় লেগে আছে। পূর্ব মাদারবাড়ি ওয়ার্ডে অনেকগুলো স্কুল রয়েছে। স্কুল যাতাযাতের সময় শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘ সময় যানজটে আটকে থাকতে হচ্ছে। এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এসম্পর্কে জানতে চাইলে ট্রাফিক উত্তরের উপ-কমিশনার হারুন অর রশিদ হাযারী বলেন, সড়কের পাশ দখল করে এভাবে ট্রাক রাখার কোন নিয়ম নেই। এ ব্যাপারে নিয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ভবিষ্যতে যাতে এই সড়কে আর কোন গাড়ি অবৈধভাবে পার্কিং করে রাখতে না পারে যে জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট