চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে শোকসভায় বক্তারা

ভালো মানুষের পথিকৃৎ ছিলেন প্রফেসর (ডা.) নূরজাহান ভূঁইয়া

২৩ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৪২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল কার্যনির্বাহী কমিটির সাবেক ভাইস প্রেসিডেন্ট প্রফেসর (ডা.) সৈয়দা নূরজাহান ভুঁইয়া স্মরণে গত ২১ সেপ্টেম্বর এক শোকসভার আয়োজন করা হয়। হাসপাতালের কার্যনির্বাহী কমিটির জেনারেল সেক্রেটারী ডা. আঞ্জুমান আরা ইসলাম এর সভাপতিত্বে আয়োজিত শোক সভায় বক্তব্য রাখেন কার্যনির্বাহী কমিটির ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট এস এম মোরশেদ হোসেন, প্রফেসর (ডা.) শামসুন্নাহার, প্রফেসর (ডা.) রওশন মোর্শেদ, প্রফেসর মমতাজ বেগম, প্রফেসর ওয়াজির আহমেদ, প্রফেসর এ এস এম মোস্তাক আহমেদ, ডা. মো. নূরুল হক, প্রফেসর (ডা.) আবদুল ওয়াহিদ আল মামুন, প্রফেসর সিরাজুন নুর রোজী প্রমুখ। সভায় বক্তারা প্রফেসর (ডাঃ) নূরজাহান ভুঁইয়ার কর্মময় জীবনের উপর আলোকপাত করেন।বক্তারা বলেন তিনি শুধুমাত্র একজন চিকিৎসকই নন, তিনি ছিলেন একজন ভাল মনের মানুষ। তিনি চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এর মধ্যে অন্যতম। অত্র হাসপাতালে তিনি ২০০৩-০৫, ২০০৫-০৮ মেয়াদে কার্যনির্বাহী কমিটির সদস্য, ২০০৮-২০১১ মেয়াদে ভাইস প্রেসিডেন্ট ও সর্বশেষ ২০১১-২০১৪ মেয়াদে কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। অনুষ্ঠানে কার্যনির্বাহী কমিটির জয়েন্ট জেনারেল সেক্রেটারী ডা. মো. আরিফুল আমীন, ট্রেজারার জনাব মোঃ রেজাউল করিম আজাদ, ডোনার সদস্য ডা. মো. পারভেজ ইকবাল শরীফ প্রমুখ উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট