চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

বান্দরবানে প্রশিক্ষণ নারী উদ্যোক্তাদের

২৩ সেপ্টেম্বর, ২০১৯ | ১:০৩ পূর্বাহ্ণ

বান্দরবানে নিবন্ধনকৃত মহিলা সমিতিভিত্তিক ব্যতিক্রমী ব্যবসায়ী উদ্যোগ (জয়িতা-বান্দরবান) কর্মসূচির আওতায় প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে গত ২২ সেপ্টেম্বর।

অতিরিক্ত জেলা প্রশাসক মো. শামীম হোসেনের সভাপতিত্বে অরুণ সারকী টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলাবিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বদরুন নেছা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আলী হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, মহিলাবিষয়ক অধিদপ্তরের কর্মসূচি পরিচালক পারভীন সুলতানা, উপ-পরিচালক অতিয়া চৌধুরী, রুমা উপজেলার মহিলাবিষয়ক কর্মকর্তা সুমল চাকমা প্রমুখ। অনুষ্ঠানে টেক্সটাইল, নকশী কাথা, এগ্রিকালচার ফুড প্রসেসিং, ফ্যাশন ডিজাইনসহ বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নেয়া ২৫০ জন নারী উদ্যোক্তার মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট