চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সরকার পাহাড়ে শিক্ষার উন্নয়নে কাজ করছে : দীপংকর এমপি

পূর্বকোণ প্রতিনিধি, রাঙামাটি অফিস

২৩ সেপ্টেম্বর, ২০১৯ | ১:০৩ পূর্বাহ্ণ

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এমপি বলেছেন, বর্তমান সরকারই পাহাড়ে শিক্ষার উন্নয়নে ব্যাপক কাজ করেছে। দারিদ্রমুক্ত দেশ গড়তে সরকার শিক্ষার ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অধীনে ৩ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত ৪ তলাবিশিষ্ট রাঙামাটির শহীদ আব্দুল আলী একাডেমি স্কুল এন্ড কলেজের একাডেমিক ভবন-২ এর উদ্বোধনশেষে গত ২১ সেপ্টেম্বর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একটা জাতিকে সুস্থভাবে গড়ে তুলতে হলে শিশুকাল থেকেই শিক্ষা দিয়ে তার ভিত্তিটাকে মজবুত করে গড়ে দিতে হবে। সেই লক্ষ্যে সরকার বিনামূল্যে বই বিতরণ, শিক্ষাবৃত্তি, অবকাঠামো নির্মাণ, স্কুল জাতীয়করণ’সহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে এবং বাস্তবায়ন করছে।

শহীদ আব্দুল আলী একাডেমি স্কুল এন্ড কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মো. মুছা মাতব্বরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মুজিবুল আলম বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য রাখেন শহীদ আব্দুল আলী একাডেমি স্কুল এন্ড কলেজর প্রধান শিক্ষক নজরুল ইসলাম চৌধুরী।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট