চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

লস্করের ৩ আঙ্গুল গেল জাহাজের রশি বাঁধতে গিয়ে

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর, ২০১৯ | ১০:২৭ অপরাহ্ণ

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের এক লস্কর জাহাজের রশি বাঁধতে গিয়ে  হারিয়েছেন ডান হাতের ৩টি আঙুল। আহত ওই লস্করের নাম আবদুল কাদের সোহেল। তিনি বন্দরের নিজস্ব এনএলবি-২ জাহাজে নিয়োজিত ছিলেন। রবিবার (২২ সেপ্টেম্বর) বিকেল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতাবস্থায় তাকে প্রথমে চট্টগ্রাম বন্দর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এরপর নেয়া হয় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে।সর্বশেষ রাতে বেসরকারি ডেল্টা হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে কেটে ফেলা হয় তিনটি আঙুল।

চট্টগ্রাম বন্দর শ্রমিক কর্মচারী পরিষদের (সিবিএ) যুগ্ম সম্পাদক নায়েবুল ইসলাম ফটিক বলেন, আমরা এখন ডেল্টা হাসপাতালে অপেক্ষা করছি। সোহেলের ডান হাতে অস্ত্রোপচার করে তিনটি আঙুল কেটে ফেলা হয়েছে। বর্তমানে ওই লস্কর পর্যবেক্ষণে রয়েছেন।

আহত সোহেল ২০১৩ সালে চট্টগ্রাম বন্দরের নৌ বিভাগে চতুর্থ শ্রেণির কর্মচারীর পদ লস্করে যোগ দেন। তার বাড়ি ফেনীর দাগনভূঁঞায়। সোহেলের ভাই মো. রেজাউল করিমও বন্দরে চাকরি করেন। তাদের বাবা জয়নাল আবেদিন বাচ্চুও বন্দরের নিরাপত্তা বিভাগের কর্মী ছিলেন।

এ ঘটনায় ঝুঁকিভাতা কার্যকর এবং আহত সোহেলকে বিমার সুবিধা দেয়ার দাবি জানিয়েছেন বন্দরের কর্মচারীরা।

 

পূর্বকোণ/রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট