চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

খাতুনগঞ্জে রোহিঙ্গাদের জন্য ত্রাণের ৯০০ বস্তা ডাল জব্দ, আটক ১

নিজস্ব প্রতিবেদক

২২ সেপ্টেম্বর, ২০১৯ | ২:২৫ পূর্বাহ্ণ

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের ত্রাণ হিসেবে দেওয়া দুই ট্রাকবোঝাই ডাল জব্দ করেছে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। খোলাবাজারে বিক্রির জন্য নগরীর খাতুনগঞ্জে একটি গুদামে খালাসের সময় সেগুলো জব্দ করা হয়েছে। এসময় ওই গুদামের ব্যবস্থাপককে আটক করেছে ডিবি। গত শনিবার বিকেল ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত নগরীর খাতুনগঞ্জের কমিশনার গলিতে মেসার্স নিউ খালেক ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানের গুদামে অভিযান চালায় ডিবি। প্রতিষ্ঠানটির মালিক হাজী আব্দুস সালাম নামে এক ভোগপণ্য ব্যবসায়ী। নগর গোয়েন্দা পুলিশের উত্তর জোনের অতিরিক্ত উপকমিশনার মির্জা সায়েম মাহমুদ বলেন, ‘কক্সবাজারে আাশ্রয় নেওয়া রোহিঙ্গাদের বিভিন্ন এনজিও এবং সরকারি সংস্থা ত্রাণ হিসেবে মটর ডাল দেয়। রোহিঙ্গা পরিবারগুলো সেই ডাল ব্রোকারের মাধ্যমে বিক্রি করে দেয়। ব্রোকারের কাছ থেকে সেই ডাল সংগ্রহ করে খোলাবাজারে বিক্রির উদ্যোগ নিয়েছিল নিউ খালেক ট্রেডার্সের মালিক। দু’টি কাভার্ডভ্যান আকৃতির ট্রাকে গতকাল (শনিবার) সকালে ডালগুলো খাতুনগঞ্জে আনা হয়। গুদামে খালাসের সময় আমরা গোপন সংবাদের ভিত্তিতে ডালগুলো জব্দ করেছি’। দুই ট্রাকে প্রায় ৯০০ বস্তা মটর ডাল পাওয়া গেছে জানিয়ে এডিসি সায়েম মাহমুদ বলেন, ‘কী পরিমাণ ডাল জব্দ করা হয়েছে তার হিসাব আমরা করছি’। আটক নিউ খালেক ট্রেডার্সেংর ব্যবস্থাপক মোহাম্মদ হোসেন রাসেলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে জানিয়ে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের ত্রাণ দেওয়া হয় খোলাবাজারে বিক্রির জন্য নয়। কারা এই ত্রাণ তাদের কাছ থেকে সংগ্রহ করে খোলাবাজারে বিক্রি করছে, এর সঙ্গে কারা কারা জড়িত, সেটাও তদন্ত করা হবে’।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট