চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মহেশখালীতে শীর্ষ সন্ত্রাসী নেজাম উদ্দিন গ্রেপ্তার ১টি অস্ত্র ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার

নিজস্ব সংবাদদাতা হ মহেশখালী

২২ সেপ্টেম্বর, ২০১৯ | ২:২০ পূর্বাহ্ণ

মহেশখালী থানা পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ও কার্তুজসহ ১৬ মামলার আসামি নেজাম উদ্দিন (৩২) কে গ্রেপ্তার করেছে। গত শুক্রবার গভীর রাতে উপজেলার কালারমারছড়া ইউনিয়নের কালারমারছড়া বাজার থেকে তাকে আটক করে পুলিশ। তিনি উপজেলার কালারমারছড়ার ইউনিয়নের উত্তর নলবিলা গ্রামের উলা মিয়ার পুত্র। পরে ধৃত য্বুকের দেয়া তথ্যের ভিত্তিতে রাতে পুলিশ অভিযান চালিয়ে ১টি অবৈধ দেশীয় তৈরি এলজি, এবং পলিথিনে মোড়ানো ৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। এই তথ্যের সত্যতা নিশ্চিত করে মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর পূর্বকোণকে বলেন, ধৃত আসামি দীর্ঘদিন ধরে এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে মানুষের ঘের দখলসহ নানা অপরাধ কর্মকা- চালিয়ে আসছিল। তার ভয়ে এলাকার লোকজন প্রতিবাদ করার সাহস পায় না। তিনি আরও বলেন, রেকর্ডপত্র যাচাই করে উক্ত আসামির বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, দস্যুতা, খুন, অপহরণসহ মোট ১৬টি মামলা রয়েছে। তাকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট