চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

পোকখালীতে মৎস্য ঘেরে ডাকাতের হানা, ৭ মহিষ লুট আহত ৪ ঘের শ্রমিক

২২ সেপ্টেম্বর, ২০১৯ | ২:০৪ পূর্বাহ্ণ

কক্সবাজার সদরের পোকখালীতে চিংড়ি ঘেরে সশস্ত্র ডাকাত দল হানা দিয়ে লুট করে নিয়ে গেছে ৭ মহিষসহ নগদ টাকা ও মোবাইল সেট। এসময় ডাকাতের মারধরে গুরুতর আহত হয়েছে ৪ মৎস্যঘের কর্মচারী। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করেছেন বলে জানা গেছে। শনিবার রাত অনুমান আড়াইটার দিকে ওই ইউনিয়নের পশ্চিম পোকখালী নতুনঘোনা নামক স্থানে এ ডাকাতির ঘটনাটি ঘটেছে।
ঘের ও মহিষ মালিকদের সাথে কথা বলে জানা গেছে, শুক্রবার রাত আড়াইটায় সশস্ত্র সংঘবদ্ধ একদল ডাকাত ফিশিংবোটের মাধ্যমে মহেশখালী চ্যানেল পেরিয়ে পোকখালী নতুন ঘোনা চিংড়ি ঘেরে হানা দেয়। এ সময় ঘেরে থাকা কর্মচারীরা তাদেরকে বাধা দিলে ডাকাতদল তাদের ব্যাপক মারধর করে এবং মোবাইলসেট, নগদ টাকা, মূল্যবান সরঞ্জামসহ ৭টি মহিষ লুট করে নিয়ে যায়। পোকখালীর ইউপি চেয়ারম্যান রফিক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
ঈদগাঁহ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আসাদুজ্জামানের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি ঘটনা সম্পর্কে অবগত নন বলে জানান। তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে উল্লেখ করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট