২২ সেপ্টেম্বর, ২০১৯ | ২:০৬ পূর্বাহ্ন
দেশ এখন গভীর সংকটে নিপতিত উল্লেখ করে মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিজিএমইএ’র সাবেক প্রথম সহ-সভাপতি আলহাজ এরশাদ উল্লাহ বলেছেন, দেশে দিন দিন খুন গুম বেড়েই চলেছে। সুশাসনের অভাবে দেশ রসাতলে যাচ্ছে। সরকার দুর্নীতিতে আকণ্ঠ নিমজ্জিত। এ অবস্থা থেকে উত্তরণে দেশপ্রেমিক জনতার ঐক্যের বিকল্প নেই। গতকাল শনিবার বোয়ালখালী পৌরসভার মীরপাড়া আহমদ উল্লাহ মাজার মাঠে বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বোয়ালখালী উপজেলা বিএনপির সভাপতি মো. শওকতুল আলমের সভাপতিত্বে ও বিএনপি নেতা জসিম উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা বিএনপি নেতা আলহাজ আজিজুল হক। বিশেষ অতিথি ছিলেন নগর বিএনপি নেতা এম এ হাশেম রাজু। বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল হাসেম, সারোয়ার আলমগীর, নগর যুবদল নেতা জাফর আহমেদ, মো. শফিকুল ইসলাম শাহীন, জাকির হোসাইন, মনজুরুল আলম, মো. শাহজাহান, জয়নাল আবেদীন সিকদার, সাইফুর রহমান মেম্বার, দক্ষিণ জেলা যুবদল নেতা মো. আজগর, জামাল উদ্দিন প্রমুখ। সমাবেশে শেষে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে একটি মিছিল বের করা হয়।-বিজ্ঞপ্তি
বৃহষ্পতিবার, ১২ ডিসেম্বর, ২০১৯
যোহর শুরু | ১১.৪৭ |
আসর শুরু | ০৩.৩৪ |
মাগরিব শুরু | ০৫:১৭ |
এশা শুরু | ০৬:৩১ |
আগামীকাল | |
ফজর শুরু | ০৫:০৩ |
সুর্যোদয় | ০৬ঃ২৩ |
বেলা ১.৩০টা ও সন্ধ্যা ৬.৩০টা, ঢাকা প্লাটুন-রাজশাহী রয়্যালস ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-খুলনা টাইগার্স (সরাসরি, গাজী টিভি ও মাছরাঙা) সকাল ১০.৪৫টা, পাকিস্তান-শ্রীলংকা, ১ম টেস্ট, ২য় দিন (সরাসরি, সনি ইএসপিএন) বেলা ১১.৩০টা, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড, ১ম টেস্ট, ১ম দিন (সরাসরি, সনি সিক্স) সকাল ১০টা, অন্ধ্র-বিদর্ভা, রঞ্জি ট্রফি (সরাসরি, স্টার স্পোর্টস ২)
রাত ১২টা ও রাত ২টা, শাখতার দোনেক্স-আটালান্টা ও বায়ার লেভারকুজেন-জুভেন্টাস (সরাসরি, সনি টেন ১) রাত ১২টা ও রাত ২টা, ডায়নামো জার্গেব-ম্যানসিটি ও বায়ার্ন মিউনিখ-টটেনহ্যাম (সরাসরি, সনি টেন ২) রাত ২টা, পিএসজি-গ্যালতাসারে (সরাসরি, সনি ইএসপিএন) রাত ২টা, রিয়াল মাদ্রিদ-ক্লাব ব্রুগ (সরাসরি, সনি সিক্স) রাত ২টা, এথলেটিকো মাদ্রিদ- লোকোমোটিভ মস্কো (সনি টেন ৩)
ফুটবল, ইউরোপা লিগ রাত ১২টা ও রাত ২টা, সেলটিক-সিএফআর ক্লুজ ও রেঞ্জার্স-ইয়ং বয়েজ (সরাসরি, সনি টেন ১) রাত ১২টা ও রাত ২টা, স্ট্যান্ডার্ড লিগ-আর্সেনাল ও ম্যানইউ-এজেড (সরাসরি, সনি টেন ২) রাত ১২টা ও ২টা, গেটাফে-ক্রাসনোদার ও উলভারহ্যাম্পটন- বেসিকটাস (সরাসরি, সনি ইএসপিএন) রাত ১২টা ও ২টা, এপোয়েল- সেভিয়া ও এস্পানিওল-সিএসকেএ মস্কোভা (সরাসরি, সনি সিক্স) রাত ১২টা ও রাত ২টা, এলএএসকে লিঞ্জ-স্পোর্টিং সিপি ও বরুসিয়া মনচ্যানগ্ল্যাডবাচ-ইস্তান্বুল বাসেকসেহির (সনি টেন ৩) ফুটবল রাত ৮টা, নর্থ ইস্ট- চেন্নাই, আইএসএল (সরাসরি, স্টার স্পোর্টস ২)
সন্ধ্যা ৭.৩০টা ও রাত ৮.৩০টা, সনি ইএসপিএন বেলা ১.৩০টা, বিকাল ৫.৩০টা, সন্ধ্যা ৬.৩০টা ও রাত ৯.৩০টা, সনি টেন ১।