চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

কলেজিয়েটস ফ্যামিলি নাইট ২০১৯ সম্পন্ন

২২ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫৫ পূর্বাহ্ণ

গত ২০ সেপ্টেম্বর বিকাল ৪টা হতে রাত ১২টা পর্যন্ত জিইসি কনভেনশন হলে বাংলাদেশের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রাক্তন ছাত্র সংগঠন চট্টগ্রাম কলেজিয়েটস এর উদ্যোগে তাদের পরিবারবর্গসহ কলেজিয়েটস ফ্যামিলি নাইট ২০১৯ সফলভাবে সম্পন্ন হয়েছে। এই অনুষ্ঠানে ২০০০ জন প্রাক্তন ছাত্র ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত থেকে অ্যাপায়নের মাঝে আড্ডা, কুশল বিনিময়, স্মৃতিচারণ, রাতের খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান, র‌্যাফেল ড্র ইত্যাদি অনুষ্ঠানমালা উপভোগ করেন। বিকাল ৪টা থেকে অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য প্রাক্তন ছাত্ররা তাদের পরিবারের সদস্যদের নিয়ে অনুষ্ঠানস্থলে আসতে শুরু করেন। সন্ধ্যা ৬টায় সমিতির সভাপতি এম এ মালেকের সভাপতিত্বে সমিতির ই জি এম অনুষ্ঠিত হয়। ইজিএম এ সমিতির গঠনতন্ত্রের ধারার পরিবর্তন ও সংযোজন প্রস্তাব গৃহীত হয় এবং আগামী ডিসেম্বর ২০১৯ এ এজিএম অনুষ্ঠান করে পরিপূর্ণ গঠনতন্ত্র অনুমোদন ও গঠনতন্ত্র অনুযায়ী একটি শক্তিশালী কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহীত হয়।
ইজিএম অনুষ্ঠানের পর ফ্যামিলি নাইট ২০১৯ এর মূল অনুষ্ঠান ফ্যামিলি নাইট কমিটি অনুষ্ঠানের আহবায়ক আ ন ম ওয়াহিদ দুলালের স্বাগত বক্তব্য এবং সমিতির সভাপতি এম এ মালেকের বক্তব্য প্রদানের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে ১৯৯৯ সনের ছাত্রদের সৌজন্যে কলেজিয়েটস এর ওয়েব সাইট এর উদ্বোধন করেন সমিতির সভাপতি এম এ মালেক। ঐতিহ্যবাহী কলেজিয়েট এর ৭০ সাল পর্যন্ত প্রবীণ কলেজিয়েটসদের সম্মাননা প্রদান করা হয়। রাত ৮টায় ঢাকা ও চট্টগ্রামের শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান চট্টগ্রাম কলেজিয়েটসবৃন্দ তাদের পরিবারের সদস্যদের নিয়ে উপভোগ করেন। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। র‌্যাফেল ড্র অনুষ্ঠানে শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রাক্তন কলেজিয়েটস হিসেবে উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট