চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

লায়ন্স ক্লাব অব চিটাগাং বাকলিয়ার পানি বিশুদ্ধকরণ মেশিন প্রদান

২২ সেপ্টেম্বর, ২০১৯ | ১:৫৫ পূর্বাহ্ণ

লালখান বাজার মতিঝর্ণা ইউসেপ স্কুলে গতকাল লায়ন্স ক্লাব অব চিটাগাং বাকলিয়া, রজনীগন্ধা, খাতুনগঞ্জ এডভান্স সিটি ও ইউনিটি লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে স্কুলের ছাত্র/ছাত্রীদের নিরাপদ পানি বিশুদ্ধকরণ মেশিন প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা-৩১৫-বি-৪ এর প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন ডা. সুকান্ত ভট্টাচার্য্য এম.জে.এফ। আরো উপস্থিত ছিলেন কেবিনেট সেক্রেটারি লায়ন জি.কে. লালা এম.জে.এফ, কেবিনেট ট্রেজারার লায়ন এস.এম. আশরাফুল আলম আরজু, জি.এম.টি লিডার লায়ন জাহেদুল ইসলাম চৌধুরী, জয়েন্ট কেবিনেট সেক্রেটারি লায়ন আরিফ আহমদ, রিজিয়ন চেয়ারপারসন লায়ন মো. হুমায়ুন কবির, ইউসেফ বাংলাদেশের রিজিওনাল ম্যানেজার ইঞ্জিনিয়ার জয় প্রকাশ বড়–য়া, ইউসেফ মতিঝর্ণা স্কুলের অধ্যক্ষ সাইদুল হক, লিলি মল্লিক, লায়ন হামিদা চৌধুরী, লায়ন মশিউদ্দৌলা চৌধুরী, লায়ন ডা. নারায়ন দেব নাথ, বাকলিয়া লায়ন্সের প্রেসিডেন্ট লায়ন মমতাজুল ইসলাম এম.জে.এফ, রজনীগন্ধার প্রেসিডেন্ট লায়ন সোহেলা রহমান মাহমুদ, এডভান্স সিটির প্রেসিডেন্ট লায়ন সালাউদ্দীন আলী, ইউনিটির প্রেসিডেন্ট লায়ন মো. আলী ভূঁইয়া, বাকলিয়া ভাইস প্রেসিডেন্ট লায়ন সেলিম উদ্দীণ শিকদার এম.জে.এফ, লায়ন হুমায়ুন কবির হিমু, লায়ন আলেয়া আরিফ, লায়ন লুভনা হুমায়ুন সুমি, লায়ন মমতাজ বেগম, লায়ন হাজেরা সুলতানা, লায়ন গৌতম কান্তি চন্দ, লায়ন শাখাওয়াত হোসেন লিটন, লায়ন মারুফ আলম, লায়ন জাহাঙ্গীর আলম, লায়ন ওমর ফারুক, লায়ন নিগার সুলতানা, লায়ন ইঞ্জিনিয়ার এনামুল হক, লায়ন সুলতানা আলফে লায়লা, লায়ন হাজেরা সুলতানা শিউলী, লায়ন আবদুর রহিম, লায়ন এরশাদ প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট